পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ইংলিশ টি পার্টির জন্য ভাইঝিকে নিয়ে তৈরি প্রিয়াঙ্কা !

সম্প্রতি ইনস্টাগ্রামে বাইঝির সঙ্গে তোলা একটি ভিডিয়ো পোস্ট করেন প্রিয়াঙ্কা । যেখানে তাঁদের পোশাক দেখে মনে হচ্ছে কোনও ইংলিশ টি পার্টিতে যাওয়ার জন্য তৈরি হয়েছেন তাঁরা । আর তার ক্যাপশনেও ইংলিশ টি পার্টির কথা উল্লেখ করেন প্রিয়াঙ্কা ।

sdf
sdf

By

Published : May 18, 2020, 2:21 PM IST

মুম্বই : হাসি হাসি মুখে ভাইঝি কৃষ্ণা স্কাইয়ের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন প্রিয়াঙ্কা । আর তাঁদের পরনে ফ্যান্সি পোশাক ও মাথায় টুপি । দেখে মনে হচ্ছে কোনও ইংলিশ টি পার্টিতে যাওয়ার জন্য তৈরি হয়েছেন তাঁরা । সম্প্রতি এমনই একটি ভিডিয়ো পোস্ট করেন প্রিয়াঙ্কা । আর তার ক্যাপশনেও ইংলিশ টি পার্টির কথা উল্লেখ করেন তিনি ।

এছাড়া আজ সকালে আরও একটি ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কা । যেখানে তাঁর পরনে রয়েছে সাদা পোশাক । তার সঙ্গে টিমআপ করে টুপি ও সানগ্লাস পরে । আর রোদের মধ্যে দাঁড়িয়ে এই সেলফি তোলেন তিনি । ক্যাপশনে লেখেন, "সূর্য, টুপি ও চেরি লিপ...এটা একটা সুন্দর দিন ।"

প্রায় একমাস ধরে স্বামী নিক জোনাসের সঙ্গে গৃহবন্দী প্রিয়াঙ্কা । এই সময় পরিবারের সঙ্গেও সময় কাটাচ্ছেন অভিনেত্রী । অধিকাংশ সময় কৃষ্ণার সঙ্গে দেখা যাচ্ছে তাঁকে । এমনকী, তার সঙ্গে কাটানো মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় শেয়ারও করছেন অভিনেত্রী ।

কয়েকদিন আগে কৃষ্ণার সঙ্গে শরীর চর্চা করতে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে । লকডাউনের মধ্যে বন্ধ জিম । অগত্যা বাড়িতেই শরীর চর্চা করতে হচ্ছে । কিন্তু, ডাম্বল না থাকায় সমস্যা পড়েছিলেন অভিনেত্রী । তাই তখন কৃষ্ণাকেই ডাম্বলের মতো করে ট্রিট করেন তিনি । ডাম্বলের মতো কৃষ্ণাকেই তুলে নেন । এতে অবশ্য মজা পাচ্ছিল কৃষ্ণাও ।

এরপর প্রিয়াঙ্কার মেকআপ আর্টিস্টের ভূমিকায় দেখা গিয়েছিল কৃষ্ণাকে । মেকআপের সময়কার ও তার পরবর্তী ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন প্রিয়াঙ্কা ।

তবে দীর্ঘদিন ধরে হোম কোয়ারানটিনে থাকার পর কয়েকদিন আগেই বাড়ি থেকে বের হন প্রিয়াঙ্কা । সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে সেকথা ফ্যানদের সঙ্গে শেয়ার করে নেন তিনি । ছবির ক্যাপশনে লেখেন, "চোখ কখনওই শান্ত থাকে না । দু'মাস পর প্রথম বাড়ি থেকে বের হলাম ।"

ABOUT THE AUTHOR

...view details