মুম্বই : UN ক্লাইমেট অ্যাকশন সামিটে গ্রিটা থুনবার্গের একটি স্পিচ ভাইরাল হয়েছে। গ্রিটা থুনবার্গ একজন পরিবেশবিদ। সামিটে এসে তিনি বলেন যে, সমগ্র পৃথিবীর ইকোসিস্টেম যখন ধ্বংসের মুখে, মানুষ যখন মরছে কাতারে কাতারে, সেই সময় তোমরা কী করে অর্থনৈতিক উন্নতির কথা বল?গ্রিটার এই স্পিচে মুগ্ধ বিশ্ববাসী। তাঁকে সমর্থন করলেন প্রিয়াঙ্কা চোপড়া।
আর এইখানেই সমস্যা বাঁধল। প্রিয়াঙ্কা নিজে তাঁর বিয়েতে অনেক বাজি ফাটিয়েছেন। সম্প্রতি একটি মার্সিডিজ় বেঞ্জ় গাড়ি কিনেছেন, যা অনেকটা দূষণ ছড়ানোর সম্ভাবনা তৈরি করে। এছাড়া তাঁকে একটি প্রাইভেট ইয়ট পার্টিতে ধূমপান করতেও দেখা গেছে। যিনি নিজে এত পরিবেশ বিরোধী কাজ করেন, তিনি কী করে গ্রিটার স্পিচকে সমর্থন করতে পারেন? প্রশ্ন নেটিজেনদের।