পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ট্রোলারদের নিশানায় "হিপোক্রিট" প্রিয়াঙ্কা - গ্রিটা থুনবার্গককে সমর্থন প্রিয়াঙ্কা চোপড়ার

পরিবেশবিদ গ্রিটা থুনবার্গকে সমর্থন করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর তাতেই নেটিজেনদের সমালোচনায় পড়েছেন তিনি। নিজে পরিবেশের কথা কতটা ভাবেন? এই প্রশ্নে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী।

Priyanka Chopra backs up Greta Thunberg

By

Published : Sep 25, 2019, 4:42 PM IST

মুম্বই : UN ক্লাইমেট অ্যাকশন সামিটে গ্রিটা থুনবার্গের একটি স্পিচ ভাইরাল হয়েছে। গ্রিটা থুনবার্গ একজন পরিবেশবিদ। সামিটে এসে তিনি বলেন যে, সমগ্র পৃথিবীর ইকোসিস্টেম যখন ধ্বংসের মুখে, মানুষ যখন মরছে কাতারে কাতারে, সেই সময় তোমরা কী করে অর্থনৈতিক উন্নতির কথা বল?গ্রিটার এই স্পিচে মুগ্ধ বিশ্ববাসী। তাঁকে সমর্থন করলেন প্রিয়াঙ্কা চোপড়া।

গ্রিটা...

আর এইখানেই সমস্যা বাঁধল। প্রিয়াঙ্কা নিজে তাঁর বিয়েতে অনেক বাজি ফাটিয়েছেন। সম্প্রতি একটি মার্সিডিজ় বেঞ্জ় গাড়ি কিনেছেন, যা অনেকটা দূষণ ছড়ানোর সম্ভাবনা তৈরি করে। এছাড়া তাঁকে একটি প্রাইভেট ইয়ট পার্টিতে ধূমপান করতেও দেখা গেছে। যিনি নিজে এত পরিবেশ বিরোধী কাজ করেন, তিনি কী করে গ্রিটার স্পিচকে সমর্থন করতে পারেন? প্রশ্ন নেটিজেনদের।

প্রিয়াঙ্কা তাঁর পোস্টে লিখেছেন, "ধন্যবাদ গ্রিটা, আমাদের মুখে খুব জোরে একটা পাঞ্চ করার জন্য, তোমার প্রজন্মকে একজোট করার জন্য এবং আমাদের এটা দেখানোর জন্য যে আমাদের অনেক বেশি জানা দরকার, প্রকৃতিকে বাঁচানোর জন্য আরও বেশি কিছু করা দরকার। আমাদের কাছে শুধুমাত্র একটাই পৃথিবী রয়েছে।"

প্রিয়াঙ্কার এই পোস্টের পর সোশাল মিডিয়া ব্যবহারকারীরা লিখেছেন...

.
.
.
.

ABOUT THE AUTHOR

...view details