এই মোমের মূর্তি তৈরি হয়েছে প্রিয়াঙ্কার এমি অ্য়াওয়ার্ডসের লুককে মাথায় রেখেই। এই মূর্তিতে লাল গাউনে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কাকে। এই গাউন পরেই তিনি এমি অ্য়াওয়ার্ডসের রেড কার্পেটে হেঁটেছিলেন। অভিনেত্রীর এই লুককে অন্য়তম সেরা লুক বলেই মনে করা হচ্ছে।
মাদাম তুসোর মিউজ়িয়ামে বসল প্রিয়াঙ্কার মোমের মূর্তি - madame tussauds
মাদাম তুসোর মিউজ়িয়ামে বেশ কিছু বলিউড তারকার মোমের মূর্তি বসেছে। এবার সেই তালিকায় যোগ হল আরও এক তারকার নাম। বলিউড ও হলিউডে সমান জনপ্রিয় প্রিয়াঙ্কা চোপড়া। সেই জনপ্রিয়তাকে মাথায় রেখেই নিউ ইয়র্কের মাদাম তুসোর মিউড়িয়ামে বসল প্রিয়াঙ্কা চোপড়ার মোমের মূর্তি।
প্রিয়াঙ্কা চোপড়া
নিউ ইয়র্কের পাশাপাশি লন্ডনের মিউজ়িয়ামেও রাখা হবে এই মূর্তি। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মাধুরী দীক্ষিৎ, সলমান খান, ঐশ্বরিয়া রাই বচ্চন ও ক্য়াটরিনা কাইফের মূর্তিও আছে এই মিউজ়িয়ামে।
Last Updated : Feb 8, 2019, 4:48 PM IST