মুম্বই : মেমরি লেন খুঁজে একটি পুরোনো ছবি বের করলেন প্রিয়াঙ্কা চোপড়া । হ্যাঁ, উপরের ছবিটি প্রিয়াঙ্কার । ভারতীয় সেনার ইউনিফর্ম পরে ঠিক রবি ঠাকুরের বীরপুরুষের মতোই লাগছে তাঁকে । খালি পোশাকের সাইজ়টা একটু বেশিই বড়, তাই না ?
আসলে প্রিয়াঙ্কার বাবা একজন ভারতীয় সৈনিক ছিলেন । বাবাকে ছোটো থেকেই অন্ধের মতো ফলো করতে অভিনেত্রী । তাই বাড়িতে বাবার পোশাক পরে থাকতেন তিনি । বড় হয়ে বাবার মতোই ইন্ডিয়ান আর্মিতে যোগ দেওয়ার ইচ্ছে ছিল প্রিয়াঙ্কার ।