পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Priyanka Chopra: 39-এ প্রিয়াঙ্কা চোপড়া, জন্মদিন কাটালেন লন্ডনে - প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিন

39-এ পড়লেন বলি-হলি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) ৷ এ বছর তিনি জন্মদিন (Priyanka Chopra Birthday) কাটালেন লন্ডনে ৷ আপকামিং সিরিজ সিটাডেলের কাজে রানির দেশে আছেন তিনি ৷

Priyanka Chopra celebrating her 39th birthday in london
9-এ প্রিয়াঙ্কা চোপড়া, জন্মদিন কাটালেন লন্ডনে

By

Published : Jul 18, 2021, 5:41 PM IST

কলকাতা, 18 জুলাই :বলিউড থেকে হলিউড ৷ ঊর্ধ্বমুখী কেরিয়ারগ্রাফ ৷ দেশের বাইরে আন্তর্জাতিক মহলেও প্রতিষ্ঠিত দেশি গার্ল ৷ প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) ৷ আজ তাঁর 39তম জন্মদিন (Priyanka Chopra Birthday) ৷ তবে দুই কুড়ির দোরগোড়াতে এসেও আজও তিনি ঘুম কেড়ে নেন তরুণ-যুবাদের ৷ তাঁর কেতাদুরস্ত ফ্যাশনেই তৈরি হয় এক-একটা স্টাইল স্টেটমেন্ট ৷ এই বিশেষ দিনটা এ বছর লন্ডনে কাটালেন অভিনেত্রী ৷

হাবি নিক জোনাসের সঙ্গে এখন ক্যালিফোর্নিয়াতেই থাকেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ তবে কাজের সূত্রে এখন তিনি লন্ডনে ৷ তাঁর আপকামিং সিরিজ সিটাডেলের শ্যুটিং-এ বেশ কিছুদিন ধরে রানির দেশেই আছেন তিনি ৷ ব্যস্ততার ফাঁকে ঘুরেও বেড়াচ্ছেন এ দিক সে দিক ৷ উইম্বলডন ম্যাচের গ্যালারিতেও দেখা গিয়েছে তাঁকে ৷ জন্মদিনেও হাতে বিশেষ কোনও কাজ রাখেননি ৷ তাঁর তুতো ভাই বোন দিব্যা জ্যোতি ও জেমস কাভানাওয়ের সঙ্গে বার্থ ডে সেলিব্রেট করেছেন ৷ এই বিশেষ দিনে ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজেকে প্যাম্পার করার একটি ছবি শেয়ার করেছেন পিগ্গি চপস ৷

39-এ প্রিয়াঙ্কা চোপড়া, জন্মদিন কাটালেন লন্ডনে

ছবিতে দেখা যাচ্ছে, একটি পুলের ধারে শুয়ে এক মুঠো রোদ্দুর গায়ে মেখে নিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ তাঁর পরনে একটি নীল মনোকিনি ৷ ভক্তদের কথায়, "দেখে মনে হচ্ছে যেন এক মৎস্যকন্যা শুয়ে রয়েছে ৷"

গত মাসে দিনকয়েকের জন্য ক্যালিফোর্নিয়া গিয়েছিলেন প্রিয়াঙ্কা ৷ নিকের সঙ্গে বেশ খানিকটা কোয়ালিটি টাইম কাটিয়ে এসেছেন ৷ তবে সিরিজের কাজে যোগ দিতে ফের ফিরে যান লন্ডনে ৷ ভারত, ইতালি ও মেক্সিকোর প্রযোজনায় তৈরি সিটাডেল একটি মাল্টি সিরিজ ৷ এর পরিচালক রুসো ব্রাদার্স ৷

বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করার পর বছর আটেক আগে প্রিয়াঙ্কা চোপড়া পাড়ি জমান হলিউডে ৷ 2015 সালে মার্কিন টিভি শো কোয়ান্টিকো দিয়ে তিনি আন্তর্জাতিক বিনোদনের দুনিয়ায় পা রাখেন ৷ তবে অনেকেই জানেন না, 2013 সালেই ডিজনির অ্যানিমেটেড ফিল্ম প্লেন-এর মাধ্যমে কণ্ঠে হলিউডে অভিষেক ঘটেছে দেশি গার্লের ৷ আর এখন সেখানে অভিনয়ের পাশাপাশি সহ-প্রযোজনাও করছেন প্রিয়াঙ্কা ৷ জন্মদিনে তাঁর কেরিয়ারের আরও ব্যপ্তি কামনা করেছেন তাঁর অনুরাগীরা ৷

ABOUT THE AUTHOR

...view details