পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ক্যালিফোর্নিয়াতে দ্বিতীয় করবা চৌথ পালন করলেন প্রিয়াঙ্কা

'দেসি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া । সত্যিই তিনি দেশি গার্ল । নাহলে অ্যামেরিকার মাটিতে বসে করবা চৌথ পালন করতেন তিনি ? বোধহয় না ।

priyanka chopra with nick jonas
priyanka chopra with nick jonas

By

Published : Nov 5, 2020, 2:00 PM IST

মুম্বই : কাজের ব্যস্ততা রয়েছে প্রচুর । একদিকে চলছে তাঁর এক ফিল্মের শুটিং, অন্যদিকে আরও এক প্রজেক্টের প্রোমোশনও চলছে সমানতালে । কখনও এই দেশে তো কখনও ওই দেশে ঘুরে বেড়াচ্ছেন প্রিয়াঙ্কা । তবুও একটু সময় বের করে করবা চৌথ পালন করলেন অভিনেত্রী ।

ক্যালিফোর্নিয়ার বাড়িতে স্বামী নিক জোনাসের মঙ্গল কামনায় করবা চৌথ সেলিব্রেট করলেন অভিনেত্রী । পাশ্চাত্যের পোশাক ছেড়ে একেবারে লাল শাড়িতে নজরকাড়া হয়ে উঠলেন প্রিয়াঙ্কা । কোনও অভিনেত্রী নয়, ঠিক যেন ঘরের বউটা মনে হবে তাঁকে দেখে..

অন্য ছবিতে নিককে জড়িয়ে ধরে রয়েছেন প্রিয়াঙ্কা । নিকও সেজেছেন এথনিক পাঞ্জাবিতে । বউয়ের আদেশ বলে কথা । দু'বছর কাটতে চললেও নিক-প্রিয়াঙ্কা যেন নব দম্পতির মতোই রঙিন হয়ে রয়েছেন ।

ক্যাপশনে অভিনেত্রী সকলকে করবা চৌথের শুভেচ্ছা জানিয়েছেন । দেখে নিন...

শুধু প্রিয়াঙ্কা নন, শিল্পা শেট্টি, রবিনা ট্যান্ডন, কাজল, নেহা কক্কর, কাজল আগারওয়ালের মতো বহু তারকা করবা চৌথ পালন করেছেন ।

ABOUT THE AUTHOR

...view details