মুম্বই : কাজের ব্যস্ততা রয়েছে প্রচুর । একদিকে চলছে তাঁর এক ফিল্মের শুটিং, অন্যদিকে আরও এক প্রজেক্টের প্রোমোশনও চলছে সমানতালে । কখনও এই দেশে তো কখনও ওই দেশে ঘুরে বেড়াচ্ছেন প্রিয়াঙ্কা । তবুও একটু সময় বের করে করবা চৌথ পালন করলেন অভিনেত্রী ।
ক্যালিফোর্নিয়ার বাড়িতে স্বামী নিক জোনাসের মঙ্গল কামনায় করবা চৌথ সেলিব্রেট করলেন অভিনেত্রী । পাশ্চাত্যের পোশাক ছেড়ে একেবারে লাল শাড়িতে নজরকাড়া হয়ে উঠলেন প্রিয়াঙ্কা । কোনও অভিনেত্রী নয়, ঠিক যেন ঘরের বউটা মনে হবে তাঁকে দেখে..