পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

টোরন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালের অ্যাম্বাসাডর প্রিয়াঙ্কা - প্রিয়াঙ্কা চোপড়ার খবর

টোরন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালের অ্যাম্বাসাডর হতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া । অভিনেত্রীর টুপিতে আরও এক পালক ।

priyanka chopra ambassador of Toronto International Film Festival
priyanka chopra ambassador of Toronto International Film Festival

By

Published : Jul 8, 2020, 11:16 AM IST

মুম্বই : আন্তর্জাতিক স্তরে যে প্রিয়াঙ্কা চোপড়া একটা বড় নাম হয়ে উঠছেন, তার আরও একটা প্রমাণ পাওয়া গেল । টোরন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালের (TIFF) অ্যাম্বাসাডর হতে চলেছেন তিনি । সোশাল মিডিয়ায় নিজেই এই খবর শেয়ার করলেন অভিনেত্রী ।

TIFF-এ এর আগে একাধিক বার বক্তৃতা দিয়েছেন প্রিয়াঙ্কা । সেই ভিডিয়োগুলোকে মন্তাজের মতো করে একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি । জানিয়েছেন, TIFF তাঁর কাছে একটা দ্বিতীয় বাড়ির মতো ।

প্রিয়াঙ্কা লিখেছেন, "আমার ক্যারিয়ারে TIFF দ্বিতীয় বাড়ির মতো হয়ে গেছে । আমার অভিনীত ও প্রযোজিত অনেক ফিল্ম এই ফেস্টিভালের মাধ্যমে সারা পৃথিবীর কাছে মুক্তি পেয়েছে ।"

TIFF-এ এই বছর 50 জন অ্যাম্বাসাডরকে নির্বাচন করা হয়েছে । তার মধ্যে যেমন স্বনামধন্য অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন, তেমনই রয়েছেন বিখ্যাত সব পরিচালক । প্রিয়াঙ্কা তাঁদের মধ্যে অন্যতম ।

কোরোনার প্রকোপে এই বছর TIFF-এর ডিজিটাল স্ক্রিনিং হতে চলেছে । 2020-র 10 থেকে 19 সেপ্টেম্বর অবধি চলবে এই ফেস্টিভাল ।

ABOUT THE AUTHOR

...view details