মুম্বই : কারও কাছে তাঁরা নিক-প্রিয়াঙ্কা, কারও কাছে নিকইয়াঙ্কা...সে যাই হোক, পৃথিবী জুড়ে কাপল গোল সেট করেছেন প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাস । বয়সের ফারাক, সংস্কৃতির ফারাক..এইসব নিয়ে কম কথা তো শুনতে হয়নি তাঁদের । অনেকে আবার এটাও বলেছেন যে, হলিউডে প্রতিষ্ঠা পাওয়ার জন্যই নিককে বিয়ে করেছেন প্রিয়াঙ্কা । তবে নিন্দুকের মুখে ছাই দিয়ে দু'বছরের সুখী দাম্পত্য কাটিয়ে ফেললেন নিক আর প্রিয়াঙ্কা ।
বিশেষ দিনে বিশেষ পোস্ট করেছেন প্রিয়াঙ্কা । নিউ ইয়র্কের রাস্তায় শীতের পোশাক পরে হাঁটছেন দু'জনে, একে অপরের হাত ধরে । এমন একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, "হ্যাপি সেকেন্ড অ্যানিভার্সারি লাভ অফ মাই লাইফ । সবসময় আমার পাশে থেকেছ, আমার শক্তি, আমার দুর্বলতা, আমার সব । আমি তোমায় ভালোবাসি নিক ।"