মুম্বই : লকডাউনের মধ্যে বাড়িতেই রয়েছেন প্রীতি জ়িন্টা । পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন তিনি । আর তাছাড়া সময় পেলেই মেতে উঠছেন পোষ্যর সঙ্গে । প্রায় প্রতিদিনই পোষ্যর সঙ্গে তোলা কোনও ছবি পোস্ট করেন তিনি । সম্প্রতি আরও একটি নতুন ভিডিয়ো পোস্ট করেন অভিনেত্রী ।
এই ভিডিয়োতে প্রীতির পোষ্য ব্রুনোর সঙ্গে দেখা গিয়েছে তাঁর স্বামী জিনে গুডএনাফকে । হেলান দিয়ে বসে রয়েছেন জিনে । আর তাঁর গায়ের উপর হেলান দিয়ে শুয়ে রয়েছে ব্রুনো । ভিডিয়োর শুরুতে তাঁদের দু'জনকেই দেখা যায় । এরপর মুখে একটা অদ্ভুত শব্দ করেন প্রীতি । সেই শব্দের সঙ্গে সঙ্গে ব্রুনো ও জিনে দু'জনেই একদিকে মাথা হেলান । এইভাবে তিনবার শব্দ করেন প্রীতি । আর প্রতিবারই একই প্রতিক্রিয়া দেন তাঁরা ।
এই ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেন প্রীতি । তার ক্যাপশনে লেখেন, "হোম কোয়ারানটিনের সাইড এফেক্ট । আমার কি আরও কিছু বলার প্রয়োজন আছে ! যখন সব ঠিক হয়ে যাবে আশা করি উন্মাদ হব না এবং যদি ঘরে থেকে চিন্তিত ও মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েন তখন এই ভিডিয়ো নিশ্চয়ই আপনার মুখে হাসি ফোটাবে ।"