পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রামলীলার সঙ্গে চাইল্ড পর্ণের তুলনা, তুমুল সমালোচিত প্রকাশ রাজ - Prakash Raj latest news

'রামায়ণ'-এর অভিনেতা-অভিনেত্রীদের দেশের মানুষ কেন ভগবান রূপে পুজো করবে? এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে রামলীলা দেখার সঙ্গে বাচ্চাদের 'চাইল্ড পর্ণ' দেখার তুলনা করলেন অভিনেতা প্রকাশ রাজ। সমালোচনার বন্যা বয়ে গেল।

Prakash Raj criticized for Ram Leela and Child Porn comment

By

Published : Oct 22, 2019, 11:23 PM IST

মুম্বই : সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে অভিনেতা ও রাজনীতিবিদ প্রকাশ রাজকে বেশ চড়া গলায় কথা বলতে দেখা গেল সঞ্চালকের সঙ্গে। প্রকাশ রাজের বক্তব্য যে, রামায়ণের অভিনেতা-অভিনেত্রীদের দেবতা রূপে পুজো করা আমাদের সংস্কৃতির অঙ্গ নয়।

ছবি সৌজন্যে IANS

এই প্রসঙ্গে কথা বলতে বলতে প্রকাশ বলেন যে, "আপনি কি কোনও বাচ্চাকে চাইল্ড পর্ণ দেখতে দেবেন?" তাঁর এই মন্তব্যে রিঅ্যাক্ট করেন সঞ্চালক। তিনি বলেন, "আপনি দু'টো বিষয়কে এক করছেন কী করে?" সঞ্চালকের এই প্রশ্নের সরাসরি জবাব দেননি প্রকাশ। বরং তিনি বলেন, "এই ধরনের অভ্যেস সমাজের জন্য ক্ষতিকর।"

প্রকাশ রাজ এটাও বলেন যে, "রামায়ণ নিয়ে এই ধরনের মাতামাতিতে মাইনরিটি সম্প্রদায়ের মধ্যে একটা ভয় তৈরি হয়। সেটা আমি কোনও ভাবেই সমর্থন করি না। আমি জানি আমাদের সংস্কৃতি কীরকম। এটা কোনওভাবেই আমাদের সংস্কৃতির অঙ্গ নয়।"

দেখে নিন ভাইরাল হওয়া সেই ভিডিয়ো...

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details