মুম্বই : সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে অভিনেতা ও রাজনীতিবিদ প্রকাশ রাজকে বেশ চড়া গলায় কথা বলতে দেখা গেল সঞ্চালকের সঙ্গে। প্রকাশ রাজের বক্তব্য যে, রামায়ণের অভিনেতা-অভিনেত্রীদের দেবতা রূপে পুজো করা আমাদের সংস্কৃতির অঙ্গ নয়।
এই প্রসঙ্গে কথা বলতে বলতে প্রকাশ বলেন যে, "আপনি কি কোনও বাচ্চাকে চাইল্ড পর্ণ দেখতে দেবেন?" তাঁর এই মন্তব্যে রিঅ্যাক্ট করেন সঞ্চালক। তিনি বলেন, "আপনি দু'টো বিষয়কে এক করছেন কী করে?" সঞ্চালকের এই প্রশ্নের সরাসরি জবাব দেননি প্রকাশ। বরং তিনি বলেন, "এই ধরনের অভ্যেস সমাজের জন্য ক্ষতিকর।"