পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'আশ্রম'-এর বিরুদ্ধে আইনি নোটিশ করণি সেনার - আশ্রম

প্রকাশ ঝা পরিচালিত ও প্রযোজিত ওয়েব সিরিজ় 'আশ্রম' । ববি দেওল, চন্দন রায় সান্যাল, অদিতি পোহানকর, ত্রিধা চৌধুরি, তুষার পান্ডে অভিনীত এই সিরিজ়ের বিরুদ্ধে পাঠানো হল আইনি নোটিশ । হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ ।

Bobby deol in Aashram
Bobby deol in Aashram

By

Published : Nov 5, 2020, 9:48 AM IST

মুম্বই : প্রকাশ ঝায়ের পরিচালনা মানেই সেখানে রাজনৈতিক-ধর্মীয়-সামাজিক অন্যায়, দুর্নীতির প্রতিচ্ছবি ফুটে উঠবে । 'আশ্রম'-ও ব্যতিক্রম নয় । তবে সেই কনটেন্ট খুব একটা পছন্দ হল না করণি সেনাদের ।

করণি সেনা দলের প্রদেশ সংগঠন মহামন্ত্রী সুরজিৎ সিং একটি নোটিশ পাঠিয়েছেন OTT প্ল্যাটফর্ম MX প্লেয়ারকে । এই প্ল্যাটফর্মেই দেখানো হচ্ছে 'আশ্রম' । প্রথম সিজ়ন জনপ্রিয় হওয়ার পর দ্বিতীয় সিজ়নও মুক্তির মুখে ।

সুরজিৎ অভিযোগ তুলেছেন যে, হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করেছে 'আশ্রম' । পরবর্তীর প্রজন্মের কাছে এই সিরিজ় হিন্দু ধর্মের খুব খারাপ ইমেজ তুলে ধরবে বলে দাবি তাঁর । 'আশ্রম - চ্যাপটার 2 ডার্ক সাইড'-এর ট্রেলার মুক্তির পর আরও বেশি করে জোরালো হয়েছে সুরজিতের এই ধারণা ।

.

তাঁর দাবি যে, এখানে কোনও কাল্পনিক চরিত্র নয়, সরাসরি আঙুল তোলা হচ্ছে হিন্দু ধর্মের প্রাচীন রীতিনীতির দিকে । আশ্রম ধর্মের খারাপ দিক তুলে হচ্ছে । যে আশ্রম ধর্ম পুরো দেশে আশা, বিশ্বাস, নিষ্ঠাকে প্রতিষ্ঠা করে, সেই ধর্মকে অন্যভাবে দেখানো হয়েছে এখানে, অবমাননা করা হয়েছে ।

তাই এই সিরিজ়কে সম্পূর্ণ বয়কট করার ডাক দিয়েছেন সুরজিৎ । নভেম্বর 11-তে আসছে 'আশ্রম - চ্যাপটার 2 ডার্ক সাইড' । তার আগে কী সিদ্ধান্ত নেওয়া হবে ? উত্তর দেবে সময় ।

ABOUT THE AUTHOR

...view details