মুম্বই : হুইলচেয়ারে 'রক অন' গার্ল । দৃশ্যটা মধুর না হলেও, এভাবেই দেখা গেল অভিনেত্রী প্রাচী দেসাইকে । সম্প্রতি পায়ে চোট পেয়েছেন তিনি ।
অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে সঙ্গে পাপারাৎজ়িরা ঘুরে বেড়ায় । তাই ইচ্ছে না থাকলেও ক্যামেরাবন্দী হতে হয় তাঁদের । ঠিক যেমন হল প্রাচীর ক্ষেত্রে । হুইলচেয়ারে বসেই পোজ় দিলেন অভিনেত্রী ।
তাঁর ছবি তোলার জন্য পাপারাৎজ়িরা এতটাই তৎপর হয়ে ওঠেন যে, প্রাচী বলতে বাধ্য হন "আমার ফ্লাইট মিস হয়ে যাবে" । তবে পায়ে যতই যন্ত্রণা থাক, হাসিমুখে ছবি তুললেন প্রাচী ।
'রক অন' দিয়ে বলিউডে ক্যারিয়ার শুরু করে দেসাই । অভিনয় প্রশংসিত হয় । এরপর 'ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বই', 'আজ়হার'-এর মতো ছবিতে দেখা যায় তাঁকে । কিন্তু, তারপর থেকে আর তেমন কোনও গুরুত্বপূর্ণ চরিত্রে পাওয়া যায়নি প্রাচীকে ।