হায়দরাবাদ, 29 মার্চ : অভিনেতা প্রভাসের বিলাসবহুল গাড়ির তালিকায় জুড়ল আরও একটি গাড়ির নাম ৷ সম্প্রতি 6 কোটি টাকা মূল্যের ল্যামবরগিনি অ্যাভেন্টাডর এস রোডস্টের কেনা মাত্রই মূহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেল সেই ভিডিয়ো ৷ ভাইরাল ভিডিয়োতে প্রভাসকে দেখা যায় গাড়িটির উপর থেকে আবরণী সরিয়ে গাড়ি চালিয়ে চলে যেতে ৷
প্রভাসের 6 কোটির গাড়ি - প্রভাসের খবর
সাউথ ফিল্ম ইন্ড্রাস্টির মধ্যে যিনি বরাবর বিলাসবহুল গাড়ি কিনে তাক লাগিয়েছেন তিনি হলেন প্রভাস ৷ এবার তিনি 6 কোটি টাকার গাড়ি কিনে নজর কাড়লেন সকলের ৷
এমন অনেক গাড়িই ইতিমধ্যে কিনে নিয়েছেন এই নায়ক ৷ সেই তালিকা দেখতে গেলে বিএম ডাব্লিউ 520ডি থেকে রেঞ্জ রভার ভগ, জাগুয়ার এক্স জে এলের মতো বিলাসবহুল গাড়িগুলির নাম বাদ পড়েনি সেখানে ৷ এবার তাতে যোগ হল ল্যামবরগিনি অ্যাভেন্টাডর এস রোডস্টের ৷ যা বর্তমান ভারতীয় গাড়ির বাজারে অতি মূল্যবান গাড়িগুলির মধ্যে একটি ৷
তবে এখন এই নায়ক যথেষ্ট ব্যস্ত তাঁর আসন্ন ছবি আদিপুরুষকে নিয়ে ৷ এরপর দর্শক তাঁকে আবার দেখতে পাবে রাধে-শ্যাম নামে একটি রোম্যান্টিক ছবিতে ৷ যেটি মুক্তি পাবে 30 জুলাই তেলুগু, তামিল, হিন্দি,কন্নড় ও মালয়ালম ভাষাতে ৷