পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Prabhas-Amitabh For Project K : অমিতাভের সঙ্গে অভিনয় ! স্বপ্ন সত্য়ি হল, বলছেন প্রভাস - Prabhas and Amitabh start Shooting For Project K

নাগা অশ্বিনের পরের প্রজেক্টে বিগ বি অমিতাভ বচ্চেনের সঙ্গে জুটি বাঁধছেন বাহুবলী খ্য়াত দক্ষিণী সুপারস্টার প্রভাস ৷ শুরু হল তাঁদের শ্য়ুটিং পর্ব (Prabhas and Amitabh start Shooting For Project K) ৷

Prabhas And Big B For Project K
অমিতাভ স্য়ারের সঙ্গে শ্য়ুটিং স্বপ্ন সত্য়ি হল বললেন প্রভাস, জবাব দিলেন বিগ বিও

By

Published : Feb 19, 2022, 5:53 PM IST

নয়াদিল্লি, 19 ফেব্রুয়ারি :নাগা অশ্বিনের পরের প্রজেক্টে অমিতাভ বচ্চনের সঙ্গে জুটি বাঁধছেন বাহুবলী খ্য়াত দক্ষিণী সুপারস্টার প্রভাস ৷ একথা সামনে এসেছিল আগেই ৷ শুক্রবার শুরু হল 'প্রজেক্ট কে' নামে সেই ছবির শ্য়ুটিং ৷ কেমন ছিল বিগ বি'র সঙ্গে প্রথম দিনের শ্য়ুটিংয়ের অভিজ্ঞতা, সোশ্য়াল মিডিয়ায় তা নিয়ে মুখ খুলেছেন প্রভাস (Prabhas Reveals His Shooting Experience With Amitabh Bachchan)৷

নিজের ইনস্টাগ্রাম হ্য়ান্ডেলে প্রভাস লেখেন, "আজ আমার স্বপ্ন সত্যি হল ৷ 'প্রজেক্ট কে'-এর জন্য় আজ কিংবদন্তি অমিতাভ বচ্চন স্যারের সঙ্গে প্রথম শ্য়ুটিং করার সুযোগ পেলাম ৷ " একইসঙ্গে বিগ বির, শাহেনশার মত সিংহাসনে আসীন একটি ছবিও শেয়ার করেছেন তিনি ৷

আরও পড়ুন: মধুর ভাণ্ডারকরের হাত ধরে পর্দায় ফিরছেন তামান্না ভাটিয়া, নতুন ছবি 'বাবলি বাউন্সার'

তবে এই শ্রদ্ধা এবং ভালবাসা কিন্তু মোটেই একতরফা নয় ৷ প্রায় সঙ্গে সঙ্গেই টুইটারে প্রভাসের প্রশংসায় পঞ্চমুখ হয়ছেন বিগ বিও ৷ তিনি লেখেন, "প্রথম দিন .. প্রথম শট .. 'বাহুবলী' প্রভাসের সঙ্গে প্রথম ছবি .. তাঁর মত নম্র এবং উজ্জ্বল প্রতিভার সঙ্গী হতে পারা সম্মানের বিষয় ৷ সবকিছু শিখতে উদগ্রীব হয়ে আছি ..!!" এই ছবির জন্য় আগেই দীপিকা পাড়ুকোনের সঙ্গে শ্য়ুটিং সেরে ফেলেছেন প্রভাস ৷ সেই পর্বের শু্যটিং হয়েছে হায়দরাবাদে ৷ এবার বিগ বি'র সঙ্গে শ্যুটিং পর্ব সেরে নেওয়ার পালা প্রভাসের ৷ শুরু হয়ে গেল সেই কাজও ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details