নয়াদিল্লি, 19 ফেব্রুয়ারি :নাগা অশ্বিনের পরের প্রজেক্টে অমিতাভ বচ্চনের সঙ্গে জুটি বাঁধছেন বাহুবলী খ্য়াত দক্ষিণী সুপারস্টার প্রভাস ৷ একথা সামনে এসেছিল আগেই ৷ শুক্রবার শুরু হল 'প্রজেক্ট কে' নামে সেই ছবির শ্য়ুটিং ৷ কেমন ছিল বিগ বি'র সঙ্গে প্রথম দিনের শ্য়ুটিংয়ের অভিজ্ঞতা, সোশ্য়াল মিডিয়ায় তা নিয়ে মুখ খুলেছেন প্রভাস (Prabhas Reveals His Shooting Experience With Amitabh Bachchan)৷
নিজের ইনস্টাগ্রাম হ্য়ান্ডেলে প্রভাস লেখেন, "আজ আমার স্বপ্ন সত্যি হল ৷ 'প্রজেক্ট কে'-এর জন্য় আজ কিংবদন্তি অমিতাভ বচ্চন স্যারের সঙ্গে প্রথম শ্য়ুটিং করার সুযোগ পেলাম ৷ " একইসঙ্গে বিগ বির, শাহেনশার মত সিংহাসনে আসীন একটি ছবিও শেয়ার করেছেন তিনি ৷