পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Prabhas On Baahubali 3 : আসছে কি বাহুবলী 3 ? কী ইঙ্গিত দিলেন প্রভাস ? - prabhas hints at baahubali 3 says something will happen for sure watch video

'বাহুবলী'-র প্রথম দুটি অধ্য়ায়ের দুর্দান্ত জনপ্রিয়তার পর তৃতীয় পর্বেরও নাকি সম্ভবনা রয়েছে ৷ এমনই আভাস দিচ্ছেন পর্দার বাহুবলী (Prabhas hints at Baahubali 3)৷

Prabhas On Baahubali 3
আসছে কি বাহুবলী 3 ? কী ইঙ্গিত দিলেন প্রভাস ?

By

Published : Mar 4, 2022, 12:36 PM IST

হায়দরাবাদ, 4 মার্চ :রাজামৌলির 'বাহুবলী' থেকে জনপ্রিয়তার তুঙ্গে উঠে আসা প্রভাস এখন তাঁর নতুন ছবি 'রাধেশ্যাম'-এর প্রমোশন নিয়ে ভীষণ ব্যস্ত ৷ তবে এরই মাঝে অনুরাগীদের জন্য বড় খবরের আভাস দিলেন অভিনেতা ৷ তিনি জানালেন, বাহুবলীর পরবর্তী কোনও অধ্য়ায় আবারও পর্দায় পেতে পারেন দর্শকরা ৷ যদিও প্রথম এবং দ্বিতীয় পর্বে বাহুবলীর গল্পের ইতি টেনেছিলেন এস এস রাজামৌলি ৷ আর তাই দ্বিতীয় পর্বটির নাম ছিল 'বাহুবলী: দ্য় কনক্লুশন' ৷

কিন্তু দু‘টি অধ্য়ায়ের দুর্দান্ত জনপ্রিয়তার পর তৃতীয় পর্বেরও নাকি সম্ভবনা রয়েছে এমনই আভাস দিচ্ছেন পর্দার বাহুবলী (Prabhas hints at Baahubali 3) ৷ রাধেশ্য়াম ছবির প্রমোশন চলাকালীন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রভাস বলেন, "আমরা ছবি নিয়ে কথা বলি না । আমাদের সম্পর্ক খুব কাছের, আমরা ঝগড়া করি, দিনরাত কথা বলি ৷ কিন্তু আমি তাঁকে (রাজামৌলি) জিজ্ঞেস করি না, আপনি কখন ছবি করছেন? বাহুবলীর আগেও কখনও জিজ্ঞাসা করিনি ।"

আরও পড়ুন:শ্যুটিংয়ে চোট পেয়ে অস্ত্রোপচারের জন্য় হাসপাতালে ভর্তি রণদীপ হুডা

তবে একই সঙ্গে প্রভাস এও বলেন, ‘‘রাজামৌলি এবং ছবির প্রযোজক শোবু ইয়ারলাগড্ডা বাহুবলীকে কখনওই ছাড়তে চান না। তাই, নিশ্চিতভাবে কিছু হবে।" তাঁদের এই বিষয়ে বেশ কিছু নতুন আইডিয়া রয়েছে বলেও আভাস দিয়েছেন তিনি ৷ অর্থাৎ অনুরাগীদের একেবারে নিরাশ করেননি প্রভাস, বরং আশা জিইয়ে রেখেছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details