মুম্বই : আপকামিং ছবি নিয়ে আজ বড় ঘোষণা করবেন বলে কথা দিয়েছিলেন পরিচালক নাগ অশ্বিন । সেই মতোই আজ টুইটারে একটি ঘোষণা করেন তিনি । জানিয়েছেন, ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্বে থাকবেন দানি সানচেজ়-লোপেজ় । আর মিউজ়িক কম্পোজ় করবেন মিকি জে মিয়ার ।
প্রযোজনা সংস্থা বিজয়ন্তি মুভিজ়ের তরফে টুইটারে একটি পোস্ট করা হয় । সেখানেই ছবির সিনেমাটোগ্রাফার ও মিউজ়িক কম্পোজ়ারের কথা ঘোষণা করা হয়েছে । তার ক্যাপশনে লেখা, "অত্যন্ত গর্বের সঙ্গে ক্যামেরার পিছনে থাকা আমাদের হিরোদের কথা ঘোষণা করছি ।"