পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রভাস-দীপিকার ছবিতে ক্যামেরার পিছনে থাকা ব্যক্তিদের সামনে আনলেন অশ্বিন - Prabhas in Nag Ashwin next

প্রযোজনা সংস্থা বিজয়ন্তি মুভিজ়ের তরফে টুইটারে একটি পোস্ট করা হয় । সেখানেই ছবির সিনেমাটোগ্রাফার ও মিউজ়িক কম্পোজ়ারের কথা ঘোষণা করা হয়েছে । তার ক্যাপশনে লেখা, "অত্যন্ত গর্বের সঙ্গে ক্যামেরার পিছনে থাকা আমাদের হিরোদের কথা ঘোষণা করছি ।"

asd
asd

By

Published : Jan 29, 2021, 1:42 PM IST

মুম্বই : আপকামিং ছবি নিয়ে আজ বড় ঘোষণা করবেন বলে কথা দিয়েছিলেন পরিচালক নাগ অশ্বিন । সেই মতোই আজ টুইটারে একটি ঘোষণা করেন তিনি । জানিয়েছেন, ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্বে থাকবেন দানি সানচেজ়-লোপেজ় । আর মিউজ়িক কম্পোজ় করবেন মিকি জে মিয়ার ।

প্রযোজনা সংস্থা বিজয়ন্তি মুভিজ়ের তরফে টুইটারে একটি পোস্ট করা হয় । সেখানেই ছবির সিনেমাটোগ্রাফার ও মিউজ়িক কম্পোজ়ারের কথা ঘোষণা করা হয়েছে । তার ক্যাপশনে লেখা, "অত্যন্ত গর্বের সঙ্গে ক্যামেরার পিছনে থাকা আমাদের হিরোদের কথা ঘোষণা করছি ।"

এর আগে 'মেহনতি' ছবিতে নাগ অশ্বিনের সঙ্গে কাজ করেছিলেন সানচেজ়-লোপেজ় ও মিকি জে মিয়ার । এবার ফের একসঙ্গে কাজ করতে চলেছেন তাঁরা ।

এই ছবির মুখ্যচরিত্রে দেখা যাবে প্রভাস, দীপিকা পাডুকোন ও অমিতাভ বচ্চনকে । ছবির বাকি অভিনেতাদের নাম এখনও নির্মাতাদের তরফে ঘোষণা করা হয়নি । পাশাপাশি ছবির নামও ঘোষণা করেননি তাঁরা । শীঘ্রই সেকথা ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে । চলতি বছরের এপ্রিলে শুরু হবে শুটিং ।

ABOUT THE AUTHOR

...view details