পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সোশাল মিডিয়ায় ভাইরাল 'সড়ক 2'-এর প্যারোডি ছবি - Alia bhatt trolled

মুক্তির মুখে 'সড়ক 2' । আর এই ছবি নিয়ে দিন দিন মানুষের ক্ষোভ বাড়ছে । প্রথম কারণ এটি মহেশ ভাটের ছবি যাঁর সঙ্গে রিয়া চক্রবর্তীর ঘনিষ্ঠ সম্পর্কের কথা শোনা গেছে, দ্বিতীয়ত এখানে আলিয়া ভাট-সঞ্জয় দত্ত-পূজা ভাট-আদিত্য রায় কাপুরের মতো 'নেপোকিড'-রা অভিনয় করছেন । তৃতীয়ত এই ছবিতে অভিনয় করতে চেয়েছিলেন সুশান্ত সিং রাজপুত, যেই সুযোগ তাঁকে দেওয়া হয়নি । সব মিলিয়ে এই ছবির মুক্তিকে আটকানোর জন্য সোশাল মিডিয়ায় চলছে বিশাল ক্যাম্পেন ।

Sadak 2 trolled
Sadak 2 trolled

By

Published : Aug 12, 2020, 7:23 AM IST

মুম্বই : 'সড়ক 2' কে বয়কটের ডাক, ডিজ়নি হটস্টারকে আনইনস্টল করার আর্জির পর এবার এই ছবিকে নিয়ে আরও একটু নোংরামি হল সোশাল মিডিয়ায় । ছবির পোস্টারের প্যারোডি তৈরি করা হল খুব খারাপ ভাবে ।

প্যারোডি পোস্টারে ছবির নাম দেওয়া হয়েছে 'সড়ক ছাপ 2' । এই হিন্দি শব্দের অর্থ হল 'খুব খারাপ' বা 'সস্তা' কোনও জিনিস । এই নামের মাধ্যমেই নেটিজেনরা ফিল্মটি নিয়ে তাদের মানসিকতা বুঝিয়ে দিয়েছেন ।

প্যারোডির দ্বিতীয় ভাগ হল পোস্টারে ব্যবহৃত ছবি । সেখানে আলিয়া ভাট-সঞ্জয় দত্ত আর আদিত্য রায় কাপুরের পরিবর্তে তিনটি গাধার ছবি ব্যবহার করা হয়েছে । সড়কপথে হাঁটা লাগিয়েছে সেই তিন গাধা । পরিচালকের নাম মহেশ ভাটের পরিবর্তে লেখা হয়েছে 'মহাওয়াস ভাট' ।

সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এই ছবি । দেখে নিন..

.

গতকাল অর্থাৎ 11 অগাস্ট মুক্তি পাওয়ার কথা ছিল 'সড়ক 2'-এর । তবে সঞ্জয় দত্তের ক্যানসারের খবর সামনে আসার পর সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে নির্মাতাদের পক্ষ থেকে ।

ABOUT THE AUTHOR

...view details