পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"বাড়িতে আছি", গ্রেপ্তারের খবর ওড়ালেন পুনম - পুনম পান্ডের খবর

"বাড়িতেই আছি, সম্পূর্ণ সুস্থ আছি", গ্রেপ্তারের খবর ওড়ালেন পুনম পান্ডে ।

poonam pandey latest news
poonam pandey latest news

By

Published : May 11, 2020, 11:18 PM IST

মুম্বই : শোনা গেছিল যে, লকডাউন ভাঙার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পুনম পান্ডেকে । কিন্তু সেই খবর সম্পূর্ণ মিথ্যে, সোশাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানালেন পুনম ।

শেয়ার করা ভিডিয়োতে অভিনেত্রী বলেন, "হাই বন্ধুরা, গত রাতে আমি একটি মুভি ম্যারাথনে ছিলাম । পরপর তিনটে সিনেমা দেখলাম আমি । খুব ভালো লেগেছে ।"

এরপর গ্রেপ্তারের প্রসঙ্গ আনেন পুনম । বলেন, "গতরাত থেকে আমি ফোন পাচ্ছি যে, আমায় নাকি গ্রেপ্তার করা হয়েছে । খবরেও সেটা দেখলাম । দয়া করে আমার ব্যাপারে এসব বলবেন না । আমি বাড়িতে আছি এবং সম্পূর্ণ সুস্থ আছি ।"

শোনা যায়, কোনও কারণ ছাড়া গতকাল মেরিন ড্রাইভে এক ব্যক্তির সঙ্গে গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছিলেন পুনম । আর সেই কারণে জাতীয় বিপর্যয় মোকাবিলা আইনে রাত 8টার সময় মেরিন ড্রাইভ থানায় মামলা দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে ।

কিন্তু, পুরোটাই ভিত্তিহীন, বোঝা গেল পরিষ্কার ।

ABOUT THE AUTHOR

...view details