পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

হানিমুনে গিয়ে স্বামীর বিরুদ্ধে FIR দায়ের পুনমের - Poonam Pandey files FIR

ভারতীয় দণ্ডবিধির 323, 504, 354 ও 506 (ii) ধারায় শ্যামের বিরুদ্ধে FIR দায়ের করেছেন পুনম ।

asd
asd

By

Published : Sep 22, 2020, 11:03 PM IST

পানাজি (গোয়া) : 10 সেপ্টেম্বর শ্যাম আহমেদ বম্বের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন পুনম পান্ডে । বিয়ের পরই ছুটি কাটাতে গোয়ায় যান তাঁরা । তার আগে বিমানবন্দরে হাতে চূড়া ও মেহেন্দি পরা অবস্থায় পাপারাৎজ়িদের ক্যামেরায় পোজ় দেন তিনি । আর এর মধ্যেই আজ স্বামীর বিরুদ্ধে দক্ষিণ গোয়ার ক্যানাকোনা থানায় FIR দায়ের করেন তিনি ।

কোরোনা পরিস্থিতির মধ্যে ঘনিষ্ঠদের উপস্থিতিতে ধুমধাম করে শ্যামকে বিয়ে করেন পুনম । ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন সেই মুহূর্তের একাধিক ছবি । তারপরই হানিমুনের জন্য পাড়ি দিয়েছিলেন গোয়ায় । সেখানে একটি ভিডিয়ো শুট করতে দেখা গিয়েছিল তাঁদের । এরই মধ্যে শ্যামের বিরুদ্ধে হেনস্থা সহ একাধিক অভিযোগ আনলেন পুনম ।

ভারতীয় দণ্ডবিধির 323, 504, 354 ও 506 (ii) ধারায় শ্যামের বিরুদ্ধে FIR দায়ের করেছেন পুনম । অভিযোগ, তাঁকে হেনস্থা করেছেন শ্যাম । পাশাপাশি তাঁকে চড়ও মারা হয়েছে । এমনকী, ব্যক্তিগত ঝামেলার জন্য চরম ফল ভুগতে হবে বলে পুনমকে হুমকিও দিয়েছেন বলে অভিযোগ ।

এরপরই সোজা ক্যানাকোনা থানায় যান পুনম । সেখানে স্বামীর বিরুদ্ধে FIR দায়ের করেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details