মুম্বই : 10 সেপ্টেম্বর স্যাম আহমেদ বম্বের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন পুনম পান্ডে । বিয়ের পরই ছুটি কাটাতে গোয়ায় যান তাঁরা । আর সেখানেই স্যামের বিরুদ্ধে শ্লীলতাহানি ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন পুনম । গ্রেপ্তার করা হয় স্যামকে ।
বিয়ের কিছুদিনের মধ্যে এমন তিক্ত অভিজ্ঞতায় মন ভেঙেছে পুনমের । তাই তিনি স্যামকে ডিভোর্স দেওয়ার পরিকল্পনা করছেন । এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এমনই জানালেন পুনম ।
তিনি বলেন, "আমার মনে হয়েছিল আমরা একে অপরকে ভালোবাসি । তাই অপছন্দের বিষয়গুলো সেভাবে পাত্তা দিইনি । আশা করেছিলাম বিয়ের পর সব ঠিক হয়ে যাবে ।"