পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

হার্ট অ্যাটাকে মৃত মহেশ ভাট? জবাব দিলেন মেয়ে পূজা - বলিউড

সোশাল মিডিয়ায় একটা খবর রটেছে যে, হার্ট অ্যাটাকে মারা গেছেন মহেশ ভাট। তবে এই খবরের মধ্যে যে কোনও সত্যতা নেই জানালেন মেয়ে পূজা ভাট।

Mahesh Bhatt death

By

Published : Sep 7, 2019, 12:34 PM IST

মুম্বই : হার্ট অ্যাটাক করে নাকি মারা গেছেন 70 বছরের পরিচালক মহেশ ভাট। কয়েকদিন ধরেই এরকম একটা খবর শোনা যাচ্ছে সোশাল মিডিয়ার পাতায়। বাবার দুটি ছবি শেয়ার করে গুজব ওড়ালেন মেয়ে পূজা ভাট।

মহেশ ভাটের দু'টো প্রাণবন্ত ছবি শেয়ার করে পূজা লিখেছেন, "আমার বাবার নাকি হার্ট অ্যাটাক হয়েছে এবং তিনি নাকি মারা গেছেন, যাঁরা এই গুজব ছড়াচ্ছেন ও যাঁরা সত্যিই আতঙ্কগ্রস্থ হয়ে আমাদের ফোন করেছিলেন, তাঁদের জন্য এটা একটা প্রমাণ যে, তিনি একেবারে সুস্থ আছেন, ভীষণভাবে জীবনটাকে উপভোগ করছেন।"

মহেশ ভাটের প্রথম পক্ষের স্ত্রী কিরণ ভাটের মেয়ে পূজা

পূজা আরও লিখেছেন, "এই মানুষটি এত তাড়াতাড়ি কোথাও যাবেন না এবং হোপফুলি আমাদেরও বাঁচিয়ে রাখবেন।" লাল জুতো আর কালো পোশাকে মহেশ সেই ছবিদুটিতে যেন সত্যিই ফুরফুরে।

শুধু ফুরফুরে আছেন তাই নয়, মহেশ ভাট প্রায় 20 বছর ফিরেছেন ছবি পরিচালনার কাজে। পরিচালনা করছেন 'সড়ক 2'। 1991 সালে 'সড়ক'-এর সিকুয়েল হতে চলেছে এই ছবি। 'সড়ক'-এ অভিনয় করেছিলেন পূজা ভাট ও সঞ্জয় দত্ত, আর 'সড়ক 2'-তে পূজা ও সঞ্জয়ের সঙ্গে থাকবেন আলিয়া ভাট ও আদিত্য রায় কাপুর।

ABOUT THE AUTHOR

...view details