মুম্বই : মুম্বইয়ের একটি CAA বিরোধী কনফারেন্সে এসে CAA-র বিরুদ্ধে গলা তুললেন মহেশ ভাটের বড় মেয়ে ও অভিনেত্রী পূজা ভাট । স্বীকার করেন নিলেন মতবিরোধই দেশপ্রেমের সবথেকে বড় প্রমাণ । সরকারকে কোনও অভিযোগ জানালে, তাকে 'অ্যান্টি ন্যাশনাল' তকমা না দিয়ে সেই অভিযোগে সাড়া দেওয়া উচিত সরকারের, মত পূজার ।
অভিনেত্রী বললেন, "আমি CAA বা NRC-কে সমর্থন করি না । কারণ এই আইন আমার বাড়িকে বিভক্ত করে দিচ্ছে । যে আমার বাড়িকে ভাঙার চেষ্টা করবে, আমি তার বিরুদ্ধে দাঁড়াবো শেষ নিঃশ্বাস পর্যন্ত ।"
শাহিন বাগে এতদিন ধরে যে মহিলারা প্রতিবাদ করে চলছেন, তাঁদের প্রশংসা করতে ভুললেন না পূজা । দেশনেতাদের তিনি অনুরোধ করলেন, তারা যাতে প্রতিবাদকারীদের বিরোধীতা না করে একটা কথোপকথন তৈরি করার চেষ্টা করেন ।
পূজা বলেন, "নেতারা ঘুম থেকে উঠুন, আমাদের কথা শুনুন, শাহিন বাগে উপস্থিত ছাত্রীদের কথা শুনুন, ওদের বিরোধীতা না করে একটা কথোপকথনের চেষ্টা করুন ।"
পূজা মনে করেন যে, আমাদের সরকার সমগ্র দেশবাসীকে একত্র করেছে । এই যে তারা একসঙ্গে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে, তা দেখে মুগ্ধ অভিনেত্রী । ভিডিয়োয় শুনে নিন পূজার বক্তব্য...