মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নেটিজেনদের ক্ষোভ গিয়ে পড়েছে ভাট পরিবারের উপর । ক্ষোভের কেন্দ্রে মূলত মহেশ ভাট হলেও, আলিয়া ভাট, পূজা ভাট, শাহিন ভাটকেও ছাড়ছেন না তারা । ক্রমাগত খুন-ধর্ষণের হুমকি আসছে তাঁদের অ্যাকাউন্টে । নিজের কমেন্ট সেকশন বন্ধ করেছিলেন আলিয়া । এবার নিজের অ্যাকাউন্টকে প্রাইভেট কর দিলেন পূজা ।
পূজা জানিয়েছেন, "ইনস্টাগ্রামের মাধ্যমে খুন-ধর্ষণের হুমকি দেওয়া, কাউকে আত্মহত্যা করার প্ররোচনা দেওয়া খুব স্বাভাবিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে । অথোরিটির কাছে রিপোর্ট করলে তারা অভিযুক্ত ইউজ়ারকে ব্লক করে দেওয়ার উপদেশ দেয় ।"