পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নেপোটিজ়মের অভিযোগ শুনে শুধু হাসি পায় পূজা ভাটের - Pooja on Kangana Ranaut

কয়েকদিন আগে সোশাল মিডিয়ায় নেটিজ়েনদের সমালোচনার মুখে পড়তে হয়েছিল পূজা ভাটকে । সম্প্রতি টুইট করে সেই সমালোচনার জবাব দেন তিনি ।

োে্
োে্

By

Published : Jul 8, 2020, 5:56 PM IST

মুম্বই : বলিউডে নেপোটিজ়ম বিতর্কটা নতুন কিছু নয় । এর আগেও এ নিয়ে মন্তব্য করতে দেখা গিয়েছে অনেক তারকাকেই । তবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আরও জোরাল হয়ে উঠেছে এই বিতর্কটা । তাঁর মৃত্যুর জন্য দায়ি করা হয়েছিল নেপোটিজ়মকেই । আর সেই নেপোটিজ়মের অভিযোগ তোলা হয় করণ জোহর ও মহেশ ভাটের মতো পরিচালকের দিকে । সমালোচিত হয়েছেন পূজা ভাটও । আর এবার সেই সমালোচনার কড়া জবাব দিলেন পূজা ।

আলিয়া ভাটের আপকামিং ছবি 'সড়ক 2'। তার এডিটিং শেষ হয়ে গিয়েছে বলে কয়েকদিন আগে সোশাল মিডিয়ায় খবরটি জানান পূজা । তারপরই নেটিজ়েনদের সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে । কেউ বলেন, "এদের সিনেমা কে দেখবে ?তাই কি হল কি না হল নিয়ে আমাদের মাথা ব্যথা নেই ।" অপরদিকে আরও একজন সুশান্তের মৃত্যুর সঠিক বিচার না হওয়া পর্যন্ত বলিউড বয়কটের ডাক দিয়েছেন । আবার কেউ বলেছেন, "আলিয়া, পূজা ভাট এরা নেপোকিডস, 'সড়ক 2'-তে 98 শতাংশ নেপোটিজ়ম হয়েছে ।" অনেকে আবার আলিয়ার ছবি বয়কটের ডাকও দেন । এবার সোশাল মিডিয়ায় নেটিজ়েনদের সমালোচনার কড়া জবাব দিলেন পূজা ।

তিনি লেখেন, "বহুল চর্চিত নেপোটিজ়ম নিয়ে মন্তব্য করতে বলা হয়েছে । ইন্ডাস্ট্রির অন্য সবার চেয়ে অনেক প্রতিভাবান অভিনয় শিল্পী, মিউজ়িশিয়ন ও টেকশিয়নকে সুযোগ দিয়েছে এমন একটি পরিবারে বেড়ে ওঠায় বিষয়টিতে আমি শুধু হাসতে পারি । সত্য মেনে নেওয়ার কেউ নেই, কিন্তু মিথ্যা অনেকেই মেনে নেয় ।"

সুশান্তের মৃত্যুর পর নেপোটিজ়ম নিয়ে মন্তব্য করতে দেখা গিয়েছিল কঙ্গনা রানাওয়াতকেও । আর এবার টুইটারে কঙ্গনাকেও কটাক্ষ করেন পূজা । তিনি লেখেন, "কঙ্গনা রানাওতের কথা যদি বলি তিনি যদি প্রতিভাবান না হতেন তাহলে বিশেষ ফিল্মসের মাধ্যমে 'গ্যাংস্টার' সিনেমায় কাজ করার সুযোগ পেতেন না । হ্যাঁ, অনুরাগ বসু তাকে খুঁজে বের করেছেন, কিন্তু তার সিনেমায় লগ্নি করেছে বিশেষ ফিল্মস । ছোটো করার কোনও বিষয় নয় । তার প্রতি শুভকামনা ।"

তিনি আরও লেখেন, "এমনকী 'সড়ক 2' সিনেমাটিও একজন নতুন প্রতিভাকে সুযোগ দিচ্ছে । সুনীল জিৎ, তিনি চন্ডীগড়ের একজন গানের শিক্ষক । সাক্ষাতের জন্য কোনও সময় না নিয়ে, শুধু স্বপ্ন, একটি হারমোনিয়াম ও 'ইশক কামাল' নামের একটি গান নিয়ে আমাদের অফিসে এসেছিলেন । আমার বাবা প্রথম শুনেই সেটি সিনেমায় যুক্ত করেন ।"

নেপোটিজ়ম নিয়ে পূজা লেখেন, "নেপোটিজ়ম শব্দ দিয়ে অন্য কাউকে অপমান করার চেষ্টা করুন বন্ধুরা । দীর্ঘদিন ধরে যারা আমাদের মাধ্যমে সিনেমা জগতে এসেছেন তারা জানেন আমাদের মূল উদ্দেশ্য কী । আর তারা যদি এটি ভুলে যায় তাহলে সেটা তাদের ব্যর্থতা, আমাদের নয় । সবাই ভালো থাকুন ।"

ABOUT THE AUTHOR

...view details