দিল্লি : মুম্বইয়ের বাড়ি থেকে উদ্ধার সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ । আজ সকালে ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ । তাঁর এই আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরাও ।
টুইটারে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকেই ।
নরেন্দ্র মোদি : সুশান্ত সিং রাজপুত...খুব তাড়াতাড়ি চলে গেল একজন উজ্জ্বল তারকা ।
মমতা বন্দ্যোপাধ্যায় : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবরটা শুনে হতবাক হয়ে গিয়েছি । খুব খারাপ লাগছে ।
শাহনাওয়াজ় হুসেন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবরটা শুনে হতবাক । একজন অভিনেতা যিনি সত্যিই ভালো কাজ করছিলেন । বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ও করছিলেন । খুব খারাপ খবর ।
বাবুল সুপ্রিয় : মন ভেঙে গিয়েছে । খুব খারাপ লাগছে খবরটা শুনে ।
স্মৃতি ইরানি : ভাষা হারিয়ে ফেলেছি । এখনও অনেকটা পথচলা বাকি ছিল তোমার । খুব মিস করব...