মুম্বই : গতকাল গোটা দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপন করেছে । সোশাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে গেছে । অন্যান্য ইউজ়ারদের সঙ্গে বলিউডের তারকারাও এই বিশেষ দিনে মোদিকে শুভেচ্ছা জানান । সকলকেই ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী । তবে একজনের শুভেচ্ছা বার্তা তাঁর বিশেষ দৃষ্টি আকর্ষণ করে । বার্তাটি পাঠিয়েছেন বলিউড অভিনেতা অনুপম খেরের মা দুলারি খের ।
দুলারির বিশেষ বার্তার এই ভিডিয়োটি মন ছুঁয়েছে প্রধানমন্ত্রীর । তিনি অনুপমের টুইটকে রিটুইট করে ধন্যবাদ জানান । দুলারির এই শুভেচ্ছা ও আশীর্বাদের জন্য তাঁকেও ধন্যবাদ জানান । তিনি জানান, এই বার্তাগুলি তাঁকে শক্তি দেয় । রিটুইট করে তিনি লেখেন, "প্রিয় অনুপম, আপনার শুভেচ্ছা বার্তায় আমি আপ্লুত । এরকম আশীর্বাদ ও শুভেচ্ছা বার্তার জন্য আমি বিশেষ করে আপনার মাকে ধন্যবাদ জানাতে চাই । এটা আমাকে প্রচুর শক্তি দেয় ।"