পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অনুপমের মায়ের শুভেচ্ছা বার্তায় আপ্লুত প্রধানমন্ত্রী - birthday wish

বলিউড অভিনেতা অনুপম খেরের মা দুলারি খেরের শুভেচ্ছা বার্তা বিশেষ দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রীর । তিনি আপ্লুত হয়ে জানান যে, এই আশীর্বাদই তাঁকে শক্তি জোগায় ।

অনুপমের মায়ের শুভেচ্ছা বার্তায় আপ্লুত প্রধানমন্ত্রী

By

Published : Sep 18, 2019, 12:30 PM IST

মুম্বই : গতকাল গোটা দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপন করেছে । সোশাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে গেছে । অন্যান্য ইউজ়ারদের সঙ্গে বলিউডের তারকারাও এই বিশেষ দিনে মোদিকে শুভেচ্ছা জানান । সকলকেই ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী । তবে একজনের শুভেচ্ছা বার্তা তাঁর বিশেষ দৃষ্টি আকর্ষণ করে । বার্তাটি পাঠিয়েছেন বলিউড অভিনেতা অনুপম খেরের মা দুলারি খের ।

দুলারির বিশেষ বার্তার এই ভিডিয়োটি মন ছুঁয়েছে প্রধানমন্ত্রীর । তিনি অনুপমের টুইটকে রিটুইট করে ধন্যবাদ জানান । দুলারির এই শুভেচ্ছা ও আশীর্বাদের জন্য তাঁকেও ধন্যবাদ জানান । তিনি জানান, এই বার্তাগুলি তাঁকে শক্তি দেয় । রিটুইট করে তিনি লেখেন, "প্রিয় অনুপম, আপনার শুভেচ্ছা বার্তায় আমি আপ্লুত । এরকম আশীর্বাদ ও শুভেচ্ছা বার্তার জন্য আমি বিশেষ করে আপনার মাকে ধন্যবাদ জানাতে চাই । এটা আমাকে প্রচুর শক্তি দেয় ।"

মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অনুপম ও তাঁর মা একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন । ভিডিয়োর সবচেয়ে সুন্দর অংশটি ছিল, তিনি ভেবেছিলেন মোদি ফেস-টাইমে আসবেন এবং তাঁর সঙ্গে চ্যাট করবেন । পুরো ভিডিয়োতে মায়ের পাশে দাঁড়িয়েছিলেন অনুপম । তিনি ভিডিয়োটি শেয়ার করে লেখেন, "মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানাতে চান । তাই আমি বার্তাটা রেকর্ড করেছি । মা ভেবেছিলেন, মোদিজিকে ফোনে দেখা যাবে এবং তিনি ফেস-টাইমে কথা বলবেন মায়ের সঙ্গে । জন্মদিনের শুভেচ্ছা স্যর ।"

অনুপম প্রায়শই নিজের মায়ের ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করে থাকেন । মোদির এই রিটুইটের উত্তরে অনুপম খের শ্রদ্ধার সঙ্গে ধন্যবাদ জানিয়ে টুইট করেন ।

ABOUT THE AUTHOR

...view details