পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

গান্ধিজীকে নিয়ে ছবি কর : বলিউডকে উপদেশ নরেন্দ্র মোদির - গান্ধিজীকে নিয়ে ছবির অনুপ্রেরণা মোদির

মহাত্মা গান্ধিকে নিয়ে ছবি করতে বলিউডকে অনুপ্রাণিত করলেন নরেন্দ্র মোদি।

Bollywood to make films on Gandhiji

By

Published : Oct 19, 2019, 10:58 PM IST

নিউ দিল্লি : সিনেমা এমন এক মাধ্যম যার মাধ্যমে খুব সহজে, কোনও গুরুগম্ভীর আলোচনা ছাড়াই কোনও বার্তা পৌঁছে দেওয়া যায় জনসাধারণের কাছে। প্রধানমন্ত্রী বেশ ভালোই বোঝেন এই বিষয়টা। তাই বিভিন্ন সময়ে বলিউডের ব্যক্তিত্বদের নিয়ে তিনি আলোচনায় বসেন। ঠিক যেমন এবার বসলেন...

সম্মিলিত...

গান্ধিজীর 150 তম জন্মবার্ষিকীতে তাঁকে নিয়ে ছবি করার জন্য বলিউডকে উদ্বুদ্ধ করলেন মোদি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, আমির খান, কঙ্গনা রানাওয়াত, জ্যাকলিন ফার্নান্ডেজ়. ইমতিয়াজ় আলি, একতা কাপুর প্রমুখ। এরকম একটা মহৎ উদ্দেশে সবাইকে আমন্ত্রণ জানানোর জন্য মোদিকে সমস্বরে ধন্যবাদ জানাচ্ছেন সবাই।

মোদি বললেন, "সরলতার প্রতীক গান্ধিজী। তাঁর ভাবনা সর্বত্র ধ্বনিত। আমার মনে হয় আমাদের দেশ ও এই পৃথিবীর কাছে আরও একবার গান্ধিজীকে পরিচিত করা প্রয়োজন। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি একাই একশো আর এই সময়ে এমন ছবি তৈরি করা প্রয়োজন যেটা শুধুমাত্র ব্যবসার জন্য নয়।" IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর।

দেখে নেওয়া যাক এই প্রসঙ্গে বলিউড সেলেব্রিটিদের কী বক্তব্য...

শুনে নিন সেলেব্রিটিদের বক্তব্য...


মোদি নিজে টুইটারেও এই প্রসঙ্গে পোস্ট করেছেন। গান্ধিজীর ভাবনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া খুবই প্রয়োজন, মনে করেন মোদি।

ABOUT THE AUTHOR

...view details