নিউ দিল্লি : সিনেমা এমন এক মাধ্যম যার মাধ্যমে খুব সহজে, কোনও গুরুগম্ভীর আলোচনা ছাড়াই কোনও বার্তা পৌঁছে দেওয়া যায় জনসাধারণের কাছে। প্রধানমন্ত্রী বেশ ভালোই বোঝেন এই বিষয়টা। তাই বিভিন্ন সময়ে বলিউডের ব্যক্তিত্বদের নিয়ে তিনি আলোচনায় বসেন। ঠিক যেমন এবার বসলেন...
গান্ধিজীর 150 তম জন্মবার্ষিকীতে তাঁকে নিয়ে ছবি করার জন্য বলিউডকে উদ্বুদ্ধ করলেন মোদি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, আমির খান, কঙ্গনা রানাওয়াত, জ্যাকলিন ফার্নান্ডেজ়. ইমতিয়াজ় আলি, একতা কাপুর প্রমুখ। এরকম একটা মহৎ উদ্দেশে সবাইকে আমন্ত্রণ জানানোর জন্য মোদিকে সমস্বরে ধন্যবাদ জানাচ্ছেন সবাই।