পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ISRO-কে উৎসাহ দেওয়ায় বলিউড তারকাদের প্রশংসায় মোদি - encouraging messages

চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার আগে বিক্রম ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ISRO-র । এই ব্যর্থতার পরও ISRO-কে উৎসাহ দেওয়ায় বলিউড তারকাদের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

বলিউড তারকাদের প্রশংসায় মোদি

By

Published : Sep 8, 2019, 6:34 PM IST

মুম্বই : চন্দ্রযান মিশনের ব্যর্থতার পরও ISRO-কে উৎসাহ দেওয়ায় বলিউড তারকাদের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

পরিচালক মধুর ভান্ডারকরের করা টুইটকে রিটুইট করেন মোদি । তিনি লেখেন, "আমরা প্রায়ই বলি না ভারতবর্ষ একটা পরিবার ? ভালো কথা ও সমর্থনই একটা পরিবার । আমরা ISRO ও আমাদের বিজ্ঞানীদের নিয়ে গর্বিত ।"

মোদির শিবনকে সান্তনা দেওয়ার ভিডিয়ো শেয়ার করেছিলেন অভিনেত্রী সোনম কাপুর । তাঁর এই ভিডিয়োকে রিটুইট করে মোদি লেখেন, "কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছে ISRO-কে স্পেস টেকনোলজির অগ্রগামী করে তুলেছে । এই আবেগ তাঁদের আরও উঁচুতে নিয়ে যাবে ।"

অভিনেত্রী অনুষ্কা শর্মার টুইটকেও রিটুইট করেন প্রধানমন্ত্রী । তিনি লেখেন, "আমরা আমাদের বিজ্ঞানীদের জন্য গর্বিত । ISRO আমাদের যুবসমাজকে অনুপ্রেরণা জুগিয়েছে । এটা আমাদের কাছে একটা জয় ।"

চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার আগে বিক্রম ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ISRO-র । চেয়ারম্যান কে শিভন ঘোষণা করেন, চাঁদের পৃষ্ঠ থেকে 2.1 কিলোমিটার উপরে ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ।

ABOUT THE AUTHOR

...view details