মুম্বই : আইনি জটিলতায় জড়িয়ে পড়ল 'শিকারা : দা আনটোল্ড স্টোরি অফ কাশ্মীরি পণ্ডিত'। ছবি মুক্তির উপর স্থগিতাদেশ চেয়ে মামলা দায়ের করা হল জম্মু ও কাশ্মীর হাইকোর্টে ।
1989-এর শেষ থেকে 1990 সালের শুরু দিকে উপত্যকা ছাড়তে হয়েছিল বহু কাশ্মীরি পণ্ডিতকে । নিজের পৈত্রিক ভিটে ছেড়ে প্রাণ ভয়ে ভারতে চলে এসেছিলেন তাঁরা । সেখানে জ্বালিয়ে দেওয়া হয়েছিল তাঁর ঘর-বাড়ি । রাতারাতি নিঃস্ব হয়ে যান তাঁরা । সেই কাহিনির উপর তৈরি এই ছবি । 7 ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাওয়ার কথা । কিন্তু, তার আগেই ছবি মুক্তির উপর স্থদিতাদেশ চেয়ে মামলা দায়ের করলেন একাধিক ব্যক্তি ।
ইফতিখার মিসগার, মাজিদ হায়দেরি ও ইরফান হাফিজ় নামে তিন ব্যক্তি ছবি মুক্তির স্থগিতাদেশ চেয়ে জম্মু ও কাশ্মীর হাইকোর্টে মামলা দায়ের করেন । তাঁদের অভিযোগ, কাশ্মীর ও কাশ্মীরি পণ্ডিতদের সম্পর্কে ভুল তথ্য তুলে ধরা হয়েছে ছবিতে ।