পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'পিকু'-র পাঁচ বছর, আবেগপ্রবণ দীপিকা - পিকু-তে ইরফান খান

2015 সালের 8 মে মুক্তি পেয়েছিল 'পিকু' । দেখতে দেখতে পূরণ হয়ে গেল পাঁচটা বছর । এই সময়ের মধ্য বদলেছে অনেককিছুই । আবেগপ্রবণ হয়ে পড়লেন 'পিকু'-র দীপিকা পাড়ুকোন ।

deepika padukone and irrfan khan in piku
deepika padukone and irrfan khan in piku

By

Published : May 8, 2020, 6:48 PM IST

মুম্বই : 29 এপ্রিল মারা গেলেন ইরফান খান । বেঁচে থাকলে হয়তো আজকের দিনটা তিনিও সেলিব্রেট করতেন । পাঁচ বছরে পা দিল 'পিকু' । আবেগপ্রবণ পোস্ট করলেন দীপিকা ।

ফিল্মের একটি স্টিল শেয়ার করেছেন দীপিকা । সেখানে পরিচালক সুজিত সরকার ও ইরফান খানের সঙ্গে দাঁড়িয়ে অভিনেত্রী । শুটিংয়ের ফাঁকে তিনজনেই বেশ মজার মুডে ।

সিনেমার একটি জনপ্রিয় গান 'লমহে গুজ়র গ্যয়ে'-এর কথাগুলো ক্যাপশনে লিখেছেন দীপিকা । গানটি যেন এই পুরো পরিস্থিতির সঙ্গে বেশ মানিয়ে গেছে ।

ইরফানের উদ্দেশে দীপিকা লিখেছেন, "রেস্ট ইন পিস ডিয়ার ফ্রেন্ড..." দেখে নিন পোস্ট..

ABOUT THE AUTHOR

...view details