দুবাই, 18 মার্চ : দুবাইতে পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফের সঙ্গে দেখা করলেন বলিউডের মুন্না ভাই (Sanjay Dutt Meeting Pervez Musharraf in Dubai) ৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁদের এই মোলাকাতের ছবি ৷ ছবিতে দেখা গিয়েছে হুইল চেয়ারে বসে রয়েছেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট, আর তাঁর সঙ্গে কথা বলছেন সঞ্জয় ৷ সম্ভবত তাঁকে কোনও কিছু দেখানো বা বোঝানোর চেষ্টা করছেন সঞ্জুবাবা ৷
কখন কোথায় তাঁদের দেখা হয়েছে সে সম্পর্কে কোনও তথ্য এখনও সামনে আসেনি ৷ এমনকী ছবি সম্পর্কে কোনও তরফে কোনও বিবৃতিও সামনে আসেনি ৷ তবে খবর অনুযায়ী পারভেজের সঙ্গে দুবাইতে হঠাৎই দেখা হয়ে গিয়েছে অভিনেতার ৷ তবে সঞ্জয়ের পরণে রয়েছে জিমের পোশাক ৷ সেক্ষেত্রে দুবাইয়ের কোনও একটা জিমে দু'জনের হঠাৎ দেখা হয়ে যায় বলেই মনে করা হচ্ছে ৷