মুম্বই : অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা করেছেন পায়েল ঘোষ । তারপর থেকে তিনি Y ক্যাটেগরির সুরক্ষার আবেদন জানাচ্ছেন । আজও মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের এই আবেদন করে চিঠি পাঠালেন পায়েল ।
পায়েলের আইনজীবী নিতীন সতপুতে তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে চিঠিটি শেয়ার করেছেন । সেখানে অভিযোগ জানানো হয়েছে যে, অভিযুক্ত অর্থাৎ অনুরাগ কাশ্যপকে এখনও গ্রেপ্তার করা হয়নি । তাই পায়েলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে । এই মর্মে অভিনেত্রীর জন্য Y ক্যাটেগরি সুরক্ষার দাবি জানিয়েছেন তারা ।