মুম্বই : অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন অভিনেত্রী পায়েল ঘোষ । সোশাল মিডিয়ায় পায়েল শেয়ার করলেন অনুরাগের সঙ্গে তাঁর তিক্ত অভিজ্ঞতার কথা । সঙ্গে সঙ্গে কঙ্গনাও মাঠে নেমে পড়লেন । অনুরাগকে গ্রেপ্তার করানোর ক্যাম্পেন শুরু করে দিলেন তিনিও ।
পায়েল অভিযোগ এনেছেন যে, অনুরাগ নাকি তাঁকে যৌন হেনস্থা করেছেন এবং সেটা খুবই খারাপভাবে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সাহায্যও চেয়েছেন পায়েল, কারণ এই অভিযোগ তোলার পর তাঁর জীবন সংকটের মধ্যে পড়বে, আশঙ্কা অভিনেত্রীর ।