মুম্বই : আরও জটিল হল রিচা-পায়েল তরজা । রিচাকে নিয়ে "অপমানজনক ও মিথ্যে" মন্তব্য করার অভিযোগে পায়েলের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রিচা । তারপর নিজের সুর বদলে পায়েল বলেন যে, তিনি তার বলা কথা প্রত্যাহার করে নেবেন । কিন্তু, ফের একবার পালটি খেলেন অভিনেত্রী ।
সোশাল মিডিয়ায় সাফ জানিয়ে দিলেন, "আমি কারও কাছে ক্ষমা চাইব না । আমি কোনও অন্যায় করিনি আর কোনও ভুল মন্তব্যও করিনি । আমি সেটাই বলেছি, যেটা আমায় অনুরাগ কাশ্যপ বলেছিলেন ।"
গত মাসে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন পায়েল । এই প্রসঙ্গে একটি সাক্ষাত্কার দিতে গিয়ে তিনি বলেছিলেন, "ভালো ছবিতে সুযোগ পাওয়ার জন্য রিচা চাড্ডার মতো বেশ কয়েকজন অভিনেত্রী অনুরাগ কাশ্যপের সঙ্গে স্বেচ্ছায় শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন ।"
এই শুনে চটেন রিচা চড্ডা । পায়েলের এই মন্তব্য সম্পূর্ণ মিথ্যে বলে ওড়ান তিনি । মানহানির মামলাও করেন তার বিরুদ্ধে । সবকিছু মিটতে মিটতেও যেন মিটল না এখনও ।
পায়েলের পালটির পর রিচাও শেয়ার করেছেন বোম্বে হাইকোর্টের দেওয়া অর্ডারের কপি । সেখানে যেখানে পরিষ্কার করে লেখা যে পায়েল তার মন্তব্যকে প্রত্যাহার করে নেবেন । দেখে নিন রিচার পোস্ট...