পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

শর্তসাপেক্ষে রিচার কাছে ক্ষমা চাইতে রাজি পায়েল - Payal Ghosh ready render apology

এ প্রসঙ্গে পায়েলের আইনজীবী নীতিন সতপুতে হাইকোর্টে বলেন, "শুনানির পর রিচা সংবাদমাধ্যমকে বলেছিলেন তিনি এই মামলা জিতে যাবেন । যার কারণে সোশাল মিডিয়ায় ট্রোলড হয়েছিলেন পায়েল । তাই এবার পায়েল এই বিষয়টি মিটিয়ে নিতে চান । তবে রিচাকে আশ্বস্ত করতে হবে যে, তিনি এরপর পায়েলের বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা দায়ের করবেন না ।"

as
asd

By

Published : Oct 13, 2020, 2:09 PM IST

মুম্বই : পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন পায়েল ঘোষ । এমনকী, রিচা চাড্ডাও পরিচালকের যৌন হেনস্থার শিকার হয়েছিলেন বলে জানিয়েছিলেন । সেই মন্তব্যকে কেন্দ্র করে আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলেন তিনি । আর এবার ওই মন্তব্যের প্রেক্ষিতে শর্তসাপেক্ষে রিচার কাছে ক্ষমা চাইতে রাজি হয়েছেন অভিনেত্রী ।

কয়েকদিন আগে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন পায়েল । মুম্বইয়ের ভারসোভা থানায় তাঁর বিরুদ্ধে FIR-ও দায়ের করেছিলেন । তার ভিত্তিতে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল অনুরাগকে । একটি সাক্ষাৎকারে পায়েল দাবি করেছিলেন, শুধু তিনিই নন । রিচা চাড্ডা ও হুমা কুরেশিও পরিচালকের যৌন হেনস্থার শিকার হয়েছিলেন ।

এর জেরে পায়েলের উপর চটে যান রিচা । পায়েলের কাছে আইনি নোটিশও পাঠিয়েছিলেন । কিন্তু, তারপরও প্রকাশ্যে একই মন্তব্যে করেছিলেন পায়েল । এর জেরে বম্বে হাইকোর্টে পায়েলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন তিনি ।

এ প্রসঙ্গে পায়েলের আইনজীবী নীতিন সতপুতে হাইকোর্টে বলেন, "শুনানির পর রিচা সংবাদমাধ্যমকে বলেছিলেন তিনি এই মামলা জিতে যাবেন । যার কারণে সোশাল মিডিয়ায় ট্রোলড হয়েছিলেন পায়েল । তাই এবার পায়েল এই বিষয়টি মিটিয়ে নিতে চান । তবে রিচাকে আশ্বস্ত করতে হবে যে, তিনি এরপর পায়েলের বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা দায়ের করবেন না ।"

এর আগে এই মামলা প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে পায়েল বলেছিলেন, "এটি মিথ্যা অভিযোগ । এই বিষয়ে আমার কী করণীয় তা বুঝতে পারছি না । রিচা কেন আমাকে অপমান করার চেষ্টা করছেন ? অনুরাগ কাশ্যপ কেন তাঁর নাম নিয়েছিলেন সেটা তাঁর জিজ্ঞাসা করা উচিত ।" এরপর টুইটারে তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন যে রিচার কাছে তিনি ক্ষমা চাইবেন না । যদিও এবার শর্তসাপেক্ষে ক্ষমা চাইতে রাজি হয়েছেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details