মুম্বই : কয়েকদিন আগে পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী পায়েল ঘোষ । আর আজ 'Y' ক্যাটেগরি সুরক্ষার দাবিতে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সঙ্গে দেখা করেন তিনি ।
আজ সকালে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালের সঙ্গে রাজভবনে যান পায়েল । তারপর রাজ্যপালের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তাঁরা । গোটা ঘটনার কথা রাজ্যপালকে জানান তিনি ।
এ প্রসঙ্গে পায়েলের আইনজীবী নীতীন সতপুতে বলেন, "সুরক্ষার দাবি জানিয়ে রাজ্যপালের কাছে একটি চিঠি দেওয়া হয়েছে । গোটা ঘটনার কথা তাঁকে জানানো হয়েছে । রামদাস আটওয়ালেজিও ছিলেন । বিষয়টি খতিয়ে দেখার জন্য তিনিও রাজ্যপালকে অনুরোধ করেছেন । কারণ রাজ্যপুলিশ এ বিষয়ে কিছুই করছে না । উনি আমাদের আশ্বাস্ত করেছেন । পায়েল ও আমার জন্য 'Y' ক্যাটেগরি সুরক্ষার আবেদন জানিয়েছি । বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে ।"
এই বৈঠকের বেশ কয়েকটি ছবি টুইটারে পোস্ট করেন রাজ্যপাল ।
এরপর টুইট করে পায়েলও । তিনি লেখেন, "রাজ্যপালের সঙ্গে বৈঠক খুব ভালো হয়েছে । উনি আমাকে সমর্থন করেছেন । অনেকেই আমার সমালোচনা করবেন । কিন্তু, কোনও কিছুতেই আমাকে দমানো যাবে না ।"