মুম্বই : কোরোনা পরীক্ষা না হওয়া পর্যন্ত আইসোলেশনে থাকবেন বলে জানিয়েছেন অভিনেত্রী পায়েল ঘোষ । কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে কোরোনায় আক্রান্ত হওয়ার পরই তিনি এই সিদ্ধান্ত নেন ।
গতকাল রামদাস আটওয়ালের রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (A)-তে যোগ দেন পায়েল । RPI(A)-র মহিলা মোর্চার সহ সভানেত্রী পদে নিযুক্ত করা হয়েছে তাঁকে । সাংবাদিক বৈঠক করে ওই দলে যোগ দিয়েছিলেন তিনি । কিন্তু, তারপরই আজ রামদাস আটওয়ালের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ।
টুইট করে রামদাস আটওয়ালে লেখেন, "আমার কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে । চিকিৎসকদের পরামর্শ মতো আমি কয়েকদিন হাসপাতালে থাকব । এই কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন তাঁরা কোরোনা পরীক্ষা করান ।"