পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কলকাতা এয়ারপোর্টে লাগেজ খোয়ালেন পায়েল

কলকাতা এয়ারপোর্টে লাগেজ খোয়ালেন অভিনেত্রী পায়েল ঘোষ । IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর ।

Payal Ghosh in Kolkata airport
Payal Ghosh in Kolkata airport

By

Published : Jan 17, 2020, 8:02 AM IST

কলকাতা : এয়ারপোর্টে মালপত্র হারানোর অভিজ্ঞতা হয়েছে অনেকেরই । এবার সেই খারাপ এক্সপেরিয়েন্সের মুখোমুখি হলেন অভিনেত্রী পায়েল ঘোষ । নিজের হোমটাউন কলকাতার এয়ারপোর্ট খোয়ালেন মালপত্র ।

যেহেতু পায়েলের হোমটাউন কলকাতা, তাই হয়তো খুব অসুবিধার মধ্যে পড়তে হয়নি তাঁকে । কিন্তু, এই অপ্রত্যাশিত ঘটনায় খুবই বিরক্ত অভিনেত্রী ।

তিনি বললেন, "ফ্লাইট থেকে নামার পর আমার লাগেজ এসে পৌঁছয়নি । আমি এক ঘণ্টারও বেশি সময় ধরে অপেক্ষা করেছি, তবে ওখানকার কর্তৃপক্ষের কাছেও কোনও জবাব ছিল না ।"

ছবি সৌজন্যে IANS

ভাগ্য ভালো যে, এই শহরেই পায়েলের বাড়ি । তিনি বললেন, "আমার সৌভাগ্য যে এখানেই আমার বাড়ি । তাই জামাকাপড় বা অন্য় জিনিসের জন্য আমায় খুব একটা অসুবিধার মধ্যে পড়তে হয়নি । তবে আমার ব্যাগটা খুবই দরকার, কারণ অনেক মূল্যবান ও গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে ওখানে ।"

ছোটো থেকেই অভিনয়ের শখ পায়েলের । কিন্তু, বাড়ি থেকে মত ছিল না এই প্রফেশনে । তাই বাড়ি থেকে পালিয়ে মুম্বই চলে আসেন তিনি । সম্প্রতি বলিউডে ডেবিউ করেছেন পায়েল । তাঁর ঝুলিতে রয়েছে 'ফ্রিডম' বা 'প্য়াটেল কি পাঞ্জাবী শাদি'-র মতো ছবি ।

ABOUT THE AUTHOR

...view details