পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

CAA-র প্রতিবাদ করে সরকারী প্রকল্প থেকে বাদ পরিনীতি? হরিয়ানা সরকারের বক্তব্য... - পরিনীতি চোপরার খবর

CAA-র প্রতিবাদ করার পরই পরিনীতি চোপড়াকে 'বেটি বাঁচাও, বেটি পড়াও' ক্যাম্পেনের ব্র্যান্ড অ্যাম্বাসাডরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জোর জল্পনা চলছিল । বিষয়টা আসলে কী ? পরিষ্কার করল হরিয়ানা সরকার ।

Parineeti Chopra Haryana Govt
Parineeti Chopra Haryana Govt

By

Published : Dec 21, 2019, 3:54 PM IST

মুম্বই : হরিয়ানা সরকারের 'নারী ও শিশু উন্নয়ন দপ্তর' তরফ থেকে মুখপাত্র জানালেন যে, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যে । 2017 সালেই শেষ হয়ে গেছে পরিনীতির কনট্র্যাক্ট ।

হরিয়ানা সরকারের তরফ থেকে এটাও জানানো হয়েছে যে, এই ধরনের ভুয়ো খবর যেন ছড়ানো না হয় । কংগ্রেস নেতা রণদীপ সিং সূরযেওয়ালর বিরুদ্ধেও একহাত নিয়েছে হরিয়ানা সরকার । কারণ তাঁর করা একটু টুইট থেকেই এই বিতর্ক শুরু হয়েছিল । এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের প্রচারে আরও ছড়িয়ে পড়ে এই খবর ।

.

তবে আসল খবরটা পরিষ্কার করে জানানো হয় হরিয়ানা সরকারের মুখপত্রের মাধ্য়মে । তিনি বলেন, "হরিয়ানা সরকার পরিনীতি চোপড়ার সঙ্গে এক MOU সাক্ষর করে 2016 সালের মে মাসে । সেটা 2017 সালে শেষ হয় । তারপর সেই MOU আর রিনিউ করা হয়নি ।"

CAA-এর প্রতিবাদ করে পরিনীতি লেখেন, "যখনই কোনও নাগরিক তাদের মত প্রকাশ করতে যায় এটাই হয় । CAB ভুলে যাও, আমাদের একটা বিল পাস করা উচিত ও এই দেশকে আর গণতন্ত্র বলা উচিত নয় । শুধুমাত্র নিজেদের মত প্রকাশ করার জন্য এভাবে মারা হচ্ছে সবাইকে । এটা বর্বর ।"

ABOUT THE AUTHOR

...view details