মুম্বই: 'কেশরী'-র পর এবার সাইনা নেহওয়ালের বায়োপিকে পরিনীতি চোপড়া। বৃহস্পতিবার নিজের সোশাল মিডিয়ায় এমনটাই জানালেন অভিনেত্রী।
সাইনার বায়োপিকে অভিনয় করতে ভয় পাচ্ছেন পরিনীতি? - সাইনা নেহওয়াল
সাইনা নেহওয়ালের বায়োপিক নিয়ে মানুষের মধ্যে বেশ প্রত্যাশা রয়েছে। ফলে অভিনয়ের সময়ে বেশ চাপের মুখে থাকবেন পরিনীতি।
পরিনীতি চোপড়া
অভিনেত্রী লিখেছেন, "হাই সকলকে। এখনও অবধি সাইনার শ্যুটিং শুরু করিনি। আমি এখনও ব্য়াডমিন্টন খেলা শিখছি, একটু ভালো করে রপ্ত করে নেওয়ার পর ছবিটির শ্য়ুটিং শুরু হবে । আর মাত্র 4 মাস বাকি,অক্টোবর থেকে শুরু হবে শ্যুটিং।"
প্রথমে শ্রদ্ধা কাপুরের এই ছবিটিতে অভিনয় কারার কথা থাকলেও সময়ের অভাবে তিনি ছবিটি করে উঠতে পারেননি। সবকিছু ঠিক থাকলে অমল গুপ্তে পরিচালিত ও ভুষণ কুমার প্রযোজিত ছবিটির মুক্তি 2020 সালে।
Last Updated : Jun 15, 2019, 12:02 PM IST