মুম্বই : এই লকডাউনে অনেক তারকাই সোশাল মিডিয়ায় বেশি নির্ভরশীল হয়ে পড়েছেন । তাঁদের কোয়ারেন্টাইন ডায়রির প্রতিটা মুহূর্ত শেয়ার করছেন ইনস্টাগ্রাম বা টুইটারে । ব্যতিক্রম পরিণীতি । তিনি আবার এই সময়ই ছুটি নিলেন সোশাল মিডিয়া থেকে ।
ইনস্টাস্টোরিতে এই কথা লিখেছেন অভিনেত্রী । জানিয়েছেন, "সোশাল মিডিয়া থেকে কিছুদিনের ডিটক্স..খুব প্রয়োজন ছিল এটা আমার । নিজের জন্য একটু সময় চাই । কিছুদিন পরে ফের দেখা হবে তোমাদের সঙ্গে ।"