পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সোশাল মিডিয়া থেকে বিরতি নিলেন পরিণীতি - parineeti chopra latest news

সোশাল মিডিয়া থেকে কিছু সময়ের বিরতি নিলেন পরিণীতি চোপড়া । নিজের সঙ্গে কিছুটা সময় কাটাতে চান অভিনেত্রী ।

পরিণীতি চোপড়ার লকডাউন
পরিণীতি চোপড়ার লকডাউন

By

Published : Apr 16, 2020, 9:32 PM IST

মুম্বই : এই লকডাউনে অনেক তারকাই সোশাল মিডিয়ায় বেশি নির্ভরশীল হয়ে পড়েছেন । তাঁদের কোয়ারেন্টাইন ডায়রির প্রতিটা মুহূর্ত শেয়ার করছেন ইনস্টাগ্রাম বা টুইটারে । ব্যতিক্রম পরিণীতি । তিনি আবার এই সময়ই ছুটি নিলেন সোশাল মিডিয়া থেকে ।

ইনস্টাস্টোরিতে এই কথা লিখেছেন অভিনেত্রী । জানিয়েছেন, "সোশাল মিডিয়া থেকে কিছুদিনের ডিটক্স..খুব প্রয়োজন ছিল এটা আমার । নিজের জন্য একটু সময় চাই । কিছুদিন পরে ফের দেখা হবে তোমাদের সঙ্গে ।"

পরিণীতির ইনস্টাস্টোরি

দিবাকর ব্যানার্জির পরিচালিত 'সন্দীপ ঔর পিঙ্কি ফরার' ছবিতে দেখতে পাওয়ার কথা ছিল পরিণীতিকে । বিপরীতে অর্জুন কাপুর । ছবির ট্রেলারও মুক্তি পেয়েছিল । তবে কোরোনার থাবায় এখন সবই অনিশ্চিত ।

আপাতত কোয়ারেন্টাইনে রয়েছেন পরিণীতি ।

.

ABOUT THE AUTHOR

...view details