পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'দা গার্ল অন দা ট্রেন'-এ নিজের ফার্স্ট লুক শেয়ার করলেন পরিণীতি - First Look

হলিউডে একই নামের ছবি 'দা গার্ল অন দা ট্রেন'থেকে বলিউডে রিমেক বানাচ্ছেন পরিচালক রিভু দাশগুপ্ত । মুখ্য চরিত্রে রয়েছেন পরিণীতি চোপড়া ও কীর্তি কুলহারী । আজ ছবিতে নিজের ফার্স্ট লুক শেয়ার করলেন পরিণীতি ।

পরিণীতি

By

Published : Aug 21, 2019, 2:45 PM IST

Updated : Aug 21, 2019, 2:50 PM IST

মুম্বই : 'দা গার্ল অন দা ট্রেন'-এর হিন্দি রিমেকে অভিনয় করছেন পরিণীতি চোপড়া । শুটিং শুরুর খবর তিনি নিজেই সোশাল মিডিয়ায় শেয়ার করে জানিয়েছিলেন । এবার নিজের ফার্স্ট লুক প্রকাশ্যে আনলেন অভিনেত্রী ।

আজ পরিণীতি টুইটারে নিজের ফার্স্ট লুক শেয়ার করেন । ছবিতে তাঁকে আহত অবস্থায় দেখা যাচ্ছে । ছবিটি শেয়ার করে তিনি ক্যাপশন দেন, "এমন কিছু যা আমি আগে কখনও করিনি । আমার জীবনে যত অভিনয় করেছি, তার মধ্যে সবচেয়ে কঠিন চরিত্র এটা ।"

'দা গার্ল অন দা ট্রেন'-এ পরিণীতি চোপড়ার ফার্স্ট লুক

পলা হকিনসের 2015-র বেস্টসেলার 'দা গার্ল অন দা ট্রেন' থেকেই হলিউড ছবি বানিয়েছিল স্টিভেন স্পিলবার্গের ড্রিমওয়ার্কস পিকচার্স । ছবিটির পরিচালনা করেছিলেন টেট টেলার । আসল ছবিটি হলিউডে ব্লকবাস্টার হিট ।

আরও পড়ুন : পরিণীতির 'দা গার্ল অন দা ট্রেন'-এ ব্রিটিশ পুলিশের চরিত্রে কীর্তি

রিভু দাশগুপ্তর পরিচালনায় 'দা গার্ল অন দা ট্রেন'-র হিন্দি রিমেকে পরিণীতির সঙ্গে দেখা যাবে কীর্তি কুলহারীকেও । ছবিটির প্রযোজনা করছে রিল্যায়েন্স এন্টারটেনমেন্ট ।

Last Updated : Aug 21, 2019, 2:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details