পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"নিজের চরিত্রকে মিস করছি", শুটিং শেষে জানালেন পরিণীতি - Ribhu Dasgupta

সাত সপ্তাহ ধরে লন্ডনে 'দা গার্ল অন দা ট্রেন'-র শুটিং করে ফিরলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া । ফিরেই ইনস্টাগ্রামে পোস্ট করে জানালেন, নিজের চরিত্রকে কতটা মিস করছেন তিনি ।

পরিণীতি

By

Published : Sep 23, 2019, 11:45 AM IST

মুম্বই : টানা সাত সপ্তাহ ধরে 'দা গার্ল অন দা ট্রেন'-র শুটিং করে লন্ডন থেকে ফিরলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া ।

তিনি ইনস্টাগ্রামে লেখেন, "দা গার্ল অন দা ট্রেন শেষ করে সাত সপ্তাহ পর আমি লন্ডন ছাড়লাম ।"

30 বছর বয়সী জানান, শুট শেষ হয়ে গেলেও ছবিটি তাঁর সঙ্গে সবসময় থাকবে । তিনি লেখেন, "আমি শব্দের কাছে হেরে গিয়েছি । আমি আপ্লুত । এটা প্রথম ছবি যা শুটিংয়ের পরও আমার সঙ্গে রয়েছে ।"

নিজের চরিত্র সম্পর্কে তিনি লেখেন, "একটা চরিত্র যেটা আমার ভিতরে সবসময় থেকে যাবে । আমি তাকে মিস করছি । আমি তার চরিত্রে অভিনয় করাকে মিস করছি । আমি অনেক বড় হয়ে গেছি মনে হচ্ছে । আমি অনেক বেশি অনুভব করতে পারছি । আমি কৃতজ্ঞ । এক কথায় বলতে গেলে জীবন পরিবর্তন করার মতো ।"

এই ধরনের অনুভূতি অনুভব করা খুব কঠিন । তবে অভিনেত্রী অনুষ্কা শর্মা এই অনুভূতিকে সমর্থন জানিয়েছেন । পরিণীতির এই পোস্টে অনুষ্কা কমেন্ট করেন, "আমি তোমাকে অনুভব করছি ।"

পরিণীতি ছবিতে নিজের লুক সামনে এনে ইতিমধ্যে ভক্তদের অবাক করে তুলেছেন । কপালে রক্ত, কাটা দাগ, মুখে চিন্তার ছাপ ছবিটি দেখতে বাধ্য করার জন্য যথেষ্ট ।

'দা গার্ল অন দা ট্রেন' 2015 সালে পলা হকিন্সের লেখা বই । বইটির গল্প অবলম্বনে স্টিভেন স্পিলবার্গের ড্রিমওয়ার্কস পিকচার্স হলিউডে একটি ছবি বানান । এবার রিভু দাশগুপ্তের পরিচালনায় 2020 সালে মুক্তি পাবে বলিউড ছবি 'দা গার্ল অন দা ট্রেন' ।

ABOUT THE AUTHOR

...view details