পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নিজের পাওয়া জাতীয় পুরস্কারের ছবি শেয়ার করলেন পরিণীতি - পরিণীতি চোপড়ার খবর

'ইশকজ়াদে' ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন পরিণীতি চোপড়া । আজ সেই ছবির আট বছরের জন্মদিনে সেই পুরস্কারের ছবি শেয়ার করলেন অভিনেত্রী ।

parineeti chopra latest news
parineeti chopra latest news

By

Published : May 11, 2020, 11:44 PM IST

মুম্বই : 2012 সালে আজকের দিনেই মুক্তি পেয়েছিল 'ইশকজ়াদে' । ছবিটি বক্স অফিসে দারুণ ফল করে । শুধু তাই নয়, ইন্ডাস্ট্রিতে দু'জন প্রতিশ্রুতিবান জন্ম হয় এই সিনেমার মাধ্যমেই । অর্জুন কাপুর ও পরিণীতি চোপড়া । পরিণীতি যদিও তার আগে 'লেডিজ় vs রিকি বহল' ছবিতে অভিনয় করেছিলেন, তবুও হিরোইন হিসেবে এই ছিল তাঁর প্রথম কাজ ।

প্রথম ছবিতেই পরিণীতি আর অর্জুন যে সাফল্য পেয়েছিলেন, সেটা সত্যিই তারিফযোগ্য । যে দক্ষতার সঙ্গে তাঁরা অভিনয় করেন, সংলাপ বলেন, অনুভূতির বহিঃপ্রকাশ করেন, সেটা দর্শক থেকে সমালোচক প্রত্যেকের নজর কাড়ে ।

'ইশকজ়াদে' পরিণীতিকে জাতীয় পুরস্কার এনে দেয় । তাই এই ছবির আট বছরে আবেগপ্রবণ অভিনেত্রী । সোশাল মিডিয়ায় তিনি শেয়ার করলেন জাতীয় পুরস্কারের ছবি । ধন্যবাদ জানালেন ছবির কলাকুশলীদের ।

দেখে নিন পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details