মুম্বই : সালটা 1989 । 3 নভেম্বর । মুক্তি পেয়েছিল নানা পাটেকর অভিনীত ছবি 'পারিন্দা'। এই ছবিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিলেন নানা । 30 বছর আগের এই ছবির স্মৃতিচারণা করেছেন পরিচালক বিধু বিনোদ চোপড়া । সোশাল মিডিয়ায় নানার অভিনয়ের একটি দৃশ্য তুলে ধরেছেন তিনি । এই ছবির শুটিংয়ের সময়ের পুড়েও গিয়েছিলেন নানা ।
পরিচালক এমন একটি দৃশ্য তুলে ধরেছেন যেখানে নানাকে আগুনের মধ্যে শুটিং করতে হয়েছিল । আর কীভাবে ওই পরিস্থিতেও তিনি নিজের চরিত্রকে ফুটিয়ে তুলেছিলেন তাও দেখিয়েছেন পরিচালক ।
ভিডিয়ো শেয়ার করে বিধু বিনোদ চোপড়া বলেন, "তখনকার দিনে ডিজিটাল আগুন ছিল না । তাই এই আগুনটা সত্যিকারের । এই দৃশ্যের শুটিংয়ের সময় নানা পাটেকর ফায়ার সুট পরতে চাননি । বলেছিলেন ওই পোশাক পরলে নাকি তাঁর অভিনয় খারাপ হয়ে যাবে । তখন আমি বলেছিলাম তুমি যদি এটা না পরো তাহলে আমি শুটিং করব না । তখন ও শুধু উপরের সুটটা পরেছিল । পাজামা পরেনি । কিন্তু, আমাকে বলেছিল পরেছি । পরে জানতে পারি যে সে পাজামা পরেনি । আর এই দৃশ্যের শুটিং করার জন্য পুড়েও গিয়েছিলেন নানা ।" এভাবেই ওই ছবির স্মৃতিচারণা করেন তিনি ।
কাজের দিক থেকে এখন আপাতত 'সিকারা' ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন বিধু বিনোদ চোপড়া । সব ঠিক থাকলে চলতি বছরেই মুক্তি পেতে পারে ছবিটি ।