পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এবার এপিজে আবদুল কালামের চরিত্রে পরেশ রাওয়াল - এ পি জে আবদুল কালামের বায়োপিক

প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের চরিত্রে করতে চলেছেন পরেশ রাওয়াল । সম্প্রতি টুইট করে একথা তিনি নিজেই জানিয়েছেন ।

dgf
dgf

By

Published : Jan 6, 2020, 8:54 AM IST

মুম্বই : কয়েক বছর ধরেই বলিউডে বায়োপিক তৈরির একটা ট্রেন্ড চলছে । ইতিমধ্যেই তৈরি হয়েছে একাধিক বায়োপিক । ঠাকরে, নরেন্দ্র মোদি, এন টি রামা রাও, শকুন্তলা দেবী সহ আরও অনেকের বায়োপিক তৈরি হয়েছে । আর এবার তৈরি হতে চলেছে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের বায়োপিক । স্ক্রিনে তাঁর চরিত্র ফুটিয়ে তুলবেন পরেশ রাওয়াল ।

প্রায় দু'বছর ধরে আবদুল কালামের বায়োপিক তৈরির কথা বার্তা চলছিল । তবে তাঁর নাম ভূমিকায় কে অভিনয় করবেন সে বিষয়ে তখনও কিছু জানা যায়নি । সম্প্রতি কালামের চরিত্রে অভিনয়ের কথা টুইট করে জানিয়েছেন পরেশ রাওয়াল । আর এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান বলেও মনে করেন তিনি ।

ছবিটি যৌথভাবে প্রযোজনা করবেন অভিষেক আগরওয়াল ও অনীল সুনকারা । সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে এই ছবির কথা জানিয়েছিলেন অভিষেক । তবে কারা ছবিতে অভিনয় করবেন সে বিষয় কিছু জানাননি তিনি । শুধু বলেছিলেন ফেব্রুয়ারি থেকে শুরু হবে শুটিং ।

অভিষেক বলেন, "এটা একটা আন্তর্জাতিক প্রোজেক্ট । লেখক রাজ চেনগাপ্পাকে আমরা পেয়েছি । তাঁর বই থেকে পারমাণবিক অস্ত্র সম্পর্কে অনেক তথ্য পেয়েছি । তবে ছবিতে কালাম স্যারের জীবনী তুলে ধরা হবে । পোখরানে পরমাণু পরীক্ষার বিষয়ও তুলে ধরা হবে ছবিতে ।"

হিন্দি ও ইংরেজি দুই ভাষাতেই তৈরি হবে ছবিটি । যদিও পরেশ রাওয়াল ছাড়া ছবিতে আর কারা অভিনয় করবেন তা নিয়ে এখনও কিছু জানা যায়নি । সব ঠিক থাকলে আগামী বছর মুক্তি পাবে ছবিটি ।

ABOUT THE AUTHOR

...view details