মুম্বই : অভিনয়ে ডেবিউ করতে চলেছেন পরেশ রাওয়ালের ছেলে আদিত্য । তবে বড় পরদায় নয় । ডিজিটাল প্ল্যাটফর্ম দিয়েই অভিনয় আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি । ছবির নাম 'বামফাদ'। ছবিটি পরিচালনা করবেন নবাগত পরিচালক রঞ্জন চান্দেল । এছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শালিনী পান্ডেকে । এই ছবির মাধ্যমে ডিজিটালে ডেবিউ করবেন তিনি ।
ছবিতে আদিত্যর চরিত্রর নাম নাসির জামাল । ছবি সম্পর্কে আদিত্য বলেন, "এই ধরনের সিনেমায় সুযোগ পেয়ে আমি খুব খুশি । এটি আদতে একটি লাভস্টোরি হলেও, ছবিতে অনেক লেয়ার রয়েছে । ইন্ডাস্ট্রিতে নিজের জোরে একজন অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই । আর সেখানে এই ধরনের সিনেমা দিয়ে শুরু করাটা খুবই ভালো । ছবির স্ক্রিপ্ট পড়েই আমার খুব ভালো লাগে । মনে হয় এখন ডিজিটাল প্ল্যাটফর্মে মানুষ বেশি সিনেমা দেখেন । তাই তাঁদের ফিডব্যাকের অপেক্ষায় রইলাম ।" ছবির পোস্টার সোশাল মিডিয়ায় শেয়ার করেন পরিচালক অনুরাগ কাশ্যপ ।