মুম্বই : হওয়ার কথা ছিল কৃষক, নতুন ট্রাক্টর বাড়িতে এলেই পুরোদমে শুরু হয়ে যেত কৃষির কাজকর্ম । তবে টাকার অভাবে সেই ট্রাক্টর কিনতে পারেননি পঙ্কজ ত্রিপাঠীর বাবা । কৃষক হওয়া যাঁর ভবিতব্য ছিল, তাঁর ভবিষ্যৎটা যেন হঠাৎই পালটে গেল । অভিনেতা হয়ে উঠলেন পঙ্কজ ।
এক সময়ে জমিজমার কাজ করেছেন তিনি । গ্রামে গেলে আজও মাঠে নেমে পড়েন পঙ্কজ । তারকা হয়ে গেলেও, পা মাটিতে রেখেই চলেন অভিনেতা । সারা দেশের প্রান্তিক এলাকাগুলো আজও তাঁকে ডাকে । তাই ফাঁক পেলেই ঘুরতে বেড়িয়ে পড়েন পঙ্কজ ।