পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

গোয়াতে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন পঙ্কজ ত্রিপাঠী - Pankaj ludo

একের পর এক ছবিতে কাজ করে এখন খুবই ক্লান্ত পঙ্কজ ত্রিপাঠী । তাই কটা দিনের জন্য লাইট, ক্যামেরা ও অ্যাকশনের দুনিয়া থেকে দূরে পরিবারের সঙ্গে কাটাতে চান । আর সেই মতো পরিবারের সঙ্গে গোয়াতে ঘুরতে গিয়েছেন তিনি ।

sdf
sdf

By

Published : Nov 13, 2020, 10:12 PM IST

মুম্বই : এখন তিনি খুবই ব্যস্ত । একাধিক ছবির কাজ রয়েছে তাঁর হাতে । সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ওয়েব সিরিজ় 'মির্জ়াপুর' ও সিনেমা 'লুডো'। এই দুটিরই মুখ্য চরিত্রে দেখা গিয়েছে পঙ্কজ ত্রিপাঠীকে । তবে একের পর এক ছবিতে কাজ করে এখন খুবই ক্লান্ত তিনি । তাই কটা দিনের জন্য লাইট, ক্যামেরা ও অ্যাকশনের দুনিয়া থেকে দূরে পরিবারের সঙ্গে কাটাতে চান । আর সেই মতো পরিবারের সঙ্গে গোয়াতে ঘুরতে গিয়েছেন তিনি ।

এ প্রসঙ্গে পঙ্কজ বলেন, "পরিবার ও কাজের যে গুরুত্ব রয়েছে সেটা এই সময়টা আমাদের শিখিয়েছে । গত কয়েকটা মাস একের পর এক প্রোজেক্টে কাজ করেছি । তখন পরিবারকে একেবারেই সময় দিতে পারিনি । তাই পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য গোয়ায় গিয়েছি ।"

তিনি আরও বলেন, "সম্প্রতি 'লুডো'-র প্রচারের কাজ শেষ করেছি । তাই এখন নিজের জন্য একটি সময় চাই । আশাকরি পুরো ফ্রেশ হয়ে ফিরব ।"

সম্প্রতি পরবর্তী ওয়েব সিরিজ় 'ক্রিমিনাল জাস্টিস'-এর পরবর্তী সিজ়নের শুটিং শেষ করেছেন পঙ্কজ । এরপর আবার 'মির্জ়াপুর'-এর তৃতীয় সিজ়ন আসছে বলে জানা গিয়েছে । শীঘ্রই হয়তো তার শুটিংও শুরু করবেন তিনি ।

এছাড়াও রণবীর সিংয়ের '83'-তে দেখা যাবে পঙ্কজকে । সেখানে কপিল দেবের চরিত্রে অভিনয় করবেন রণবীর । আর রোমি দেবীর চরিত্রে দেখা যাবে দীপিকা পাডুকোনকে । এছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বোমান ইরানি, সকিব সেলিম, হার্ডি সান্ধু, অ্যামি ভির্ক, জিভা সহ আরও অনেকে ।

ABOUT THE AUTHOR

...view details