মুম্বই : এখন তিনি খুবই ব্যস্ত । একাধিক ছবির কাজ রয়েছে তাঁর হাতে । সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ওয়েব সিরিজ় 'মির্জ়াপুর' ও সিনেমা 'লুডো'। এই দুটিরই মুখ্য চরিত্রে দেখা গিয়েছে পঙ্কজ ত্রিপাঠীকে । তবে একের পর এক ছবিতে কাজ করে এখন খুবই ক্লান্ত তিনি । তাই কটা দিনের জন্য লাইট, ক্যামেরা ও অ্যাকশনের দুনিয়া থেকে দূরে পরিবারের সঙ্গে কাটাতে চান । আর সেই মতো পরিবারের সঙ্গে গোয়াতে ঘুরতে গিয়েছেন তিনি ।
এ প্রসঙ্গে পঙ্কজ বলেন, "পরিবার ও কাজের যে গুরুত্ব রয়েছে সেটা এই সময়টা আমাদের শিখিয়েছে । গত কয়েকটা মাস একের পর এক প্রোজেক্টে কাজ করেছি । তখন পরিবারকে একেবারেই সময় দিতে পারিনি । তাই পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য গোয়ায় গিয়েছি ।"