পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"সোশাল মিডিয়ারও কিছু ভালো দিক আছে", লকডাউনে উপলব্ধি পঙ্কজের - পঙ্কজ ত্রিপাঠীর খবর

সোশাল মিডিয়ার থেকে বেশ খানিকটা দূরেই থাকতেন পঙ্কজ ত্রিপাঠী । এই ভার্চুয়াল মাধ্যমকে খুব একটা প্রয়োজনীয় বলে মনে করতেন না অভিনেতা । তবে লকডাউন বদলে দিয়েছে তাঁর ধারণা ।

pankaj tripathi on social media
pankaj tripathi on social media

By

Published : May 13, 2020, 10:54 PM IST

মুম্বই : লকডাউন আমাদের জীবনযাত্রাকে বদলে দিয়েছে । বদলে দিয়েছে আমাদের মানসিকতাও । আর এই পরিবর্তিত মানসিকতায় পঙ্কজ ত্রিপাঠীর মনে হচ্ছে যে সোশাল মিডিয়ারও কিছু ভালো দিক রয়েছে । IANS-কে এমনই জানালেন অভিনেতা ।

পঙ্কজ বলেন, "সোশাল মিডিয়া থেকে দূরে থাকা মুশকিলের । তবে এই লকডাউনে আমি এটা উপলব্ধি করতে পেরেছি যে সোশাল মিডিয়ারও কিছু ভালো দিক আছে । আমার সবসময় মনে হত যে, সোশাল মিডিয়া আমার অনেকটা সময় দখল করে নেবে আর আমি এমন সব বিষয় নিয়ে ভাবব যেগুলো অভিনেতা হিসেবে আমার কোনও উপকার করবে না ।" কিন্তু, এখন সেই ধারণা বদলেছে অনেকটাই ।

এই লকডাউনে পঙ্কজ ফেসবুকে একটি লাইভ সিরিজ় শুরু করেছেন । নিজের টুকরো টুকরো অভিজ্ঞতাগুলোই গল্পের মতো করে শেয়ার করছেন তিনি ।

এই প্রসঙ্গে পঙ্কজ অভিনেতা বললেন, "আমি এই সিরিজ়টা শুরু করার পর সোশাল মিডিয়ার কিছু দারণ ব্যপার আবিষ্কার করেছি । এমন অনেক মানুষের কথা জানতে পেরেছি, যাঁরা আমারই মতো সিনেমা পাগল । তাঁদের সঙ্গে সিনেমা, শিল্প, গল্প নিয়ে আলোচনা করে খুব ভালো লাগছে ।"

এই টেকনোলজির কারণে পঙ্কজ বুঝতে পেরেছেন যে এই পৃথিবী কত ছোটো । তিনি বুঝতে পেরেছেন টেকনোলজির সবকিছু খারাপ হতে পারে না । লকডাউনে এমন একটা উপলব্ধি, এটাই বা কম কিসে !

ABOUT THE AUTHOR

...view details